# রাজন সরকার :-
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল তিনজন মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবদুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আ. ছাত্তার, আতিকুর রহমান মাসুদ ও আবদুল কদ্দুছ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।