# মোস্তফা কামাল :-
জসিম উদ্দিন তাঁর ৪০ শতক জমিতে চাষ করতেন বোরো ধান। এরপর পতিত পড়ে থাকতো কয়েক মাস। কখনও হয়তো আউশ ধানের আবাদ করতেন। কিন্তু লাভ হতো কম। এবার জসিম সন্ধান পেয়ে গেলেন বাড়তি ফসল আবাদ করে বাড়তি আয়ের সুযোগের। আবাদ করেছেন তরমুজের। ফলন হয়েছে বাম্পার। যদিও এটিকে মনে করা হচ্ছে অসময়ের ফসল। কিন্তু এই অসময়ে আবাদ করেই তিনি ভাল আয় করবেন বলে আশা করছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের কৃষক জসিম উদ্দিন এবার ‘সুইট ব্ল্যাক-২’ জাতের তরমুজের আবাদ করে এলাকায় বেশ আলোড়ন তুলেছেন।
রোববার জমিতে গিয়ে দেখা গেছে, জসিম জমির পরিচর্যা করছেন। পুরো জমিতে ২৭টি আলাদা মাচা তৈরি করে প্রতিটি মাচায় তরমুজের গাছ তুলেছেন। আর প্রতিটি মাচার নিচেই সারি সারি তরমুজ ঝুলে আছে। যেন চোখ জুড়ানো অপরূপ এক দৃশ্য। জসিম এসব মাচার নিচে গিয়ে প্রতিটি তরমুজ নেট দিয়ে মাচার কাঠামোর সাথে ঝুলিয়ে দিচ্ছেন। কারণ, এসব তরমুজ বড় হওয়ার সাথে সাথে ওজনের কারণে বোটা ছিঁড়ে পড়ে যায়।
জসিম এবার তাঁর ৪০ শতক জমির বোরো ধান কেটে কৃষি কর্মকর্তাদের পরামর্শে আবাদ করেছেন এই ‘সুইট ব্ল্যাক-২’ জাতের তরমুজ। বাজার থেকে বেসরকারি কোম্পানির বীজ কিনে বাড়িতে অঙ্কুরোদগম করিয়ে জুনের শেষ দিকে জমিতে সারিবদ্ধভাবে রোপন করেছেন। জমিতে চারা হয়েছে ১৩শ’। চারাগুলো বড় হওয়ার পর পুরো জমিতে আড়াআড়িভাবে ২৭টি লম্বাটে মাচা তৈরি করে চারাগুলো মাচায় তুলে দিয়েছেন। প্রতিটি চারায় ৩ থেকে ৪টি তরমুজ ধরেছে। একেকটি পরিণত তরমুজের ওজন হবে দুই থেকে আড়াই কেজি। আরও দুই সপ্তাহ পর এসব তরমুজ আহরণ করে বাজারে নেওয়া যাবে বলে জসিম জানিয়েছেন। খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। প্রতিটি তরমুজ কম করে হওলও ২০০ টাকায় বিক্রি করতে পারবেন। আর এই জমি থেকে তিন লক্ষাধিক টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে জসিমের আশা।
কৃষক জসিম উদ্দিন জানান, তাঁর জমিতে তরমুজের এমন ফলন দেখতে প্রতিদিনই কৃষকসহ এলাকাবাসী আসছেন। অনেকেই আগাম বলে যাচ্ছেন, যেন তাদের জন্য একটি দুইটি তরমুজ রাখি। এলাকার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়েছেন। তারা তরমুজ আবাদের নিয়মকানুন জিজ্ঞাসা করছেন। আগামী মৌসুমে আরও অনেক কৃষক তরমুজের আবাদ করবেন বলে জানিয়েছেন। জসিম জানান, তিনি সামান্য ডিএপি সার ব্যবহার করেন। এর বাইরে মূলত সরিষার খৈলসহ জৈব সার ব্যবহার করেন। মাছি জাতীয় পোকার আক্রমণ থেকে তরমুজ রক্ষায় কীটনাশক পরিহার করে তিনি জমিতে সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। তাতে ভাল ফল পাচ্ছেন।
গতকাল জমি দেখতে গিয়েছিলেন বিভিন্ন এলাকার আলমগীর, জামাল উদ্দিন, রাজন মিয়া, আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন কৃষক। তারা জসিমের তরমুজের ফলন দেখে অভিভূত। তাঁরাও জানালেন, বোরো ধানের পর জমি পতিত ফেলে রাখতেন। কিন্তু বোরোর পর যে এই মৌসুমে এত সুন্দর তরমুজের আবাদ করা যায়, এবারই প্রথম দেখলেন। আগামী মৌসুমে তাঁরাও তরমুজের আবাদ করবেন বলে এ প্রতিনিধিকে জানালেন।
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনি এখানকার ঘাগড়া ব্লকের দায়িত্বে রয়েছেন। তিনি চোখের সামনে দেখছেন, কৃষকরা বোরো ধান কাটার পর জমি পতি ফেলে রাখছেন। তখনই কৃষকদের সাথে একটি বাড়তি ফসল চাষ করে কি করে বাড়তি আয় করা যায়, সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকলেন। তরমুজ চাষী জসিম উদ্দিনের কাছে জানতে পারেন, তার এক বিঘার ওপরে (৪০ শতক) একটি জমি আছে। সেখানে বোরোর পর আর কোন ফসল করেন না। মাঝে মাঝে আউশ ধান করলেও খরচ হয় ১০ হাজার টাকা, লাভ হয় ১০ হাজার টাকা। আউশ ৯০ দিনের ফসল। অথচ তরমুজ ৭০-৭৫ দিনের ফসল। লাভও অনেক বেশি। তিনি জসিমকে পরামর্শ দিলেন গ্রীষ্মকালীন ‘সুইট ব্ল্যাক-২’ জাতের তরমুজ আবাদ করার জন্য। জসিম পরামর্শটি গ্রহণ করে তরমুজ আবাদ করে সকাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এতে কৃষি কর্মকর্তা নজরুল ইসলামও তৃপ্তি পাচ্ছেন। তিনি ঘাগড়া ব্লকের কৃষকদের দিয়ে ১০ বিঘা জমিতে এই তরমুজের আবাদ করিয়েছেন। সবারই ভাল ফলন হয়েছে। তিনি প্রতিদিনই এসব জমি পরিদর্শন করেন এবং চাষীদের পরামর্শ দেন। তিনি জানান, তরমুজগুলোর বাইরের রং গাঢ় সবুজ। ভেতরে বেশ আকর্ষণীয় লাল বর্ণের শাস। খেতে বেশ মিষ্টি হয়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম জানান, মৌসুমি তরমুজ সাধারণত বাজারে আসে মার্চ-এপ্রিল মাসে। তখন বাজার ভর্তি থাকে তরমুজে। ওইসব তরমুজের মৌসুম ইতোমধ্যে শেষ হয়ে গেছে। জসিমের তরমুজ আবাদ করা হয়েছে জুনের শেষ দিকে। বাজারে আসবে সেপ্টেম্বর মাসে। এটা তরমুজের জন্য অফ সিজন। সেই কারণেই এই সময়ে বাজারে তরমুজ নিয়ে গেলে জসিম ভাল দাম পাবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তা নূর-ই আলম। তিনি জানান, পাকুন্দিয়া উপজেলায় এবার কৃষকদের উদ্বুদ্ধ করে ১৫ বিঘা জমিতে ‘সুইট ব্ল্যাক-২’ তরমুজের আবাদ করানো হয়েছে। এর মধ্যে ঘাগড়া ব্লকে আবাদ হয়েছে ১০ বিঘা। তাদের সাফল্য দেখে আগামী বছর তরমুজের আবাদ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।