# নিজস্ব প্রতিবেদক :-
একটি ইউনিয়নের বিসিআইসির পুরনো সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নতুন ডিলারের বাড়ি অন্য ইউনিয়নে। তিনি সার উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যে ইউনিয়নের জন্য তাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার কৃষকরা সার পাচ্ছেন না বলে জানা গেছে। ফলে ইউনিয়নের মোছাদ্দেক, খুরশিদ উদ্দিন, সোহাগ মিয়া, শাহজাহান, তোতা মিয়াসহ ৬০ জন কৃষকের স্বাক্ষরে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে রোববার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে নতুন ডিলার শাহাব উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাকে জেলা প্রশাসক একটি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। প্রথমে সংশ্লিষ্ট ইউনিয়নে গুদাম নিতে পারেননি। তবে এখন গুদাম ভাড়া নিয়ে সেখানে সার মজুদ করছেন।
লিখিত অভিযোগে জানা যায়, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে কৃষকরা দামিহা বাজারের সালাম ট্রেডার্স নামে ডিলারের দোকান থেকে সার সংগ্রহ করতেন। কিন্তু সম্প্রতি সালাম ট্রেডার্সের ডিলারশিপ স্থগিত করা হয়েছে। তাড়াইল সাচাইল ইউনিয়নের ডিলার মেসার্স শাহাব উদ্দিন ভূঁইয়াকে দামিহা ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিলারশিপ দেওয়া হয়েছে। অথচ ২০০৯ সালের নীতিমালা অনুসারে পার্শ্ববর্তী এলাকার কাউকে ডিলারশিপ দেওয়ার নিয়ম। দামিহা বাজারে দোকান নিয়ে সার উত্তোলন করে কৃষি অফিসে আগমনি বার্তা দাখিলের নিয়ম। কিন্তু ডিলার শাহাব উদ্দিন তাড়াইল বাজারের গুদামে সার উত্তোলন করে সেগুলি দামিহা ইউনিয়নের কৃষকদের কাছে বিতরণ না করে কালো বজারে বিক্রি করছেন বলে দরখাস্তে উল্লেখ করা হয়।
দামিহা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত মে, জুন ও জুলাই মাসের সার এখন পর্যন্ত দামিহার কৃষকদের কাছে যায়নি। ফলে কৃষকরা তাড়াইল গিয়ে শাহাব উদ্দিনের দোকান থেকে বেশি দামে সার নিয়ে চাষাবাদ করছেন বলেও দরখাস্তে লেখা হয়েছে। দরখাস্তে দামিহার কৃষকরা যেন নিজ এলাকা থেকে সার পান এবং বেশি দামে সার বিক্রির জন্য যেন মেসার্স শাহাব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়, কৃষকদের দরখাস্তে সেই দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে তাড়াইলের ডিলার শাহাব উদ্দিন ভূঁইয়া জানান, সালাম ট্রেডার্সের ডিলারশিপ মূলত বাতিল করা হয়েছে। এর পর তাকে অতিরিক্ত ডিলারশিপের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এতদিন সার বরাদ্দ হয়েছে খুবই কম। সেগুলি তিনি সাব ডিলারের মাধ্যমে দামিহা ইউনিয়নে বিক্রি করেছেন। এ মাস থেকে তিনি দামিহা বাজারে গুদাম ভাড়া নিয়েছেন। সেখানে পুরাতন মজুদের সারসহ নতুন বরাদ্দের সমুদয় সার পাঠিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন।
এদিকে জেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব জেলা খামার বাড়ির উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, শাহাব উদ্দিনকে মনিটরিং কমিটির পক্ষ থেকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে কৃষকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। তিনি জানান, সালাম ট্রেডার্সের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ করানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আপীলের প্রক্রিয়া চলছে।