# সারোয়ার হোসেন শাহীন :-
“সরিষা চাষ বাড়াবো, তেলের চাহিদা মিটাবো, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২ নভেম্বর রোববার দুপুরের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হোসেন সানি, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কটিয়াদী ব্লকে উপ-সহকারী মইনুল ইসলাম, মো. লিটন মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, মুগ, সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা কৃষি বিভাগ। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।