# মিলাদ হোসেন অপু :-
সম্প্রতি করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট (অমিক্রন) বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় ভৈরবে ৫ হাজার ফ্রি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আজ ১৮ জুন বুধবার বিকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পৌরসভার পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন।
যুব রেড ক্রিসেন্ট, ভৈরব উপজেলা টিম এর সহায়তায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সমাজ উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. আলী হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর আক্তারুজ্জামান, সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মো. তুহিনুর রহমান, কন্জারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস আবারো বাংলাদেশে নতুন রূপে ফিরেছে। সাথে সাথে বিশ্বের বেশ কয়েকটি দেশসহ বাংলাদেশেও এর প্রকোপ বেড়েছে।
তিনি আরো বলেন, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধৌত করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ গণপরিবহন ও জনসমাগম স্থলে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। হাঁচি-কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। করোনা মোকাবেলায় আগের চেয়ে বেশি সচেতন হতে হবে বলে জানান তিনি। আলোচনা শেষে ভৈরব বাজারস্থ সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন পৌর প্রশাসক শবনম শারমিন। এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলা, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা মেনে চলা ও করোনা সংক্রমণ রোধে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।