# নিজস্ব প্রতিবেদক :-
গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল। ২৩১৯০৫ কোডের ‘অ-৩-৩৬৭/২০২৩’ সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন দু’বার লেখা হয়েছে। ‘ক’ বিভাগে ১২টি প্রশ্ন দেওয়া হয়েছে। উত্তর দিতে হবে যে কোন ১০টির। কিন্তু ‘চ’ এবং ‘জ’ ক্রমিকে একই প্রশ্ন করা হয়েছে- ‘নেপালের নতুন সংবিধান কোন সালে প্রবর্তিত হয়েছিল?’ এর ফলে ১২টি প্রশ্নের স্থলে মূলত প্রশ্ন করা হয়েছে ১১টি।
পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছিলেন। তাঁরা হলে কর্তব্যরত শিক্ষকদের কাছে সমাধান চাইলে কোন শিক্ষক সমাধানে অপারগতা প্রকাশ করেন বলে জানা গেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, ‘এরকম প্রায়ই হয়ে থাকে। তবে কোন পরীক্ষার্থী যদি এরকম দু’টি একই রকম প্রশ্নের দু’বার উত্তর দেন, তাহলে আমরা দু’টি উত্তরই সঠিক ধরে নম্বর দিয়ে থাকি। কারণ, পরীক্ষার্থীরা তো কোন ভুল করেননি। ভুল করেছেন প্রশ্নকর্তা। পরীক্ষার্থীদের তো দু’টি প্রশ্ন পাওনা থাকে। যে কারণে আমরা দু’টি একই উত্তরের জন্যই নম্বর দিয়ে থাকি।’