# নিজস্ব প্রতিবেদক :-
আন্তঃপ্রাথমিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে (৪র্থ শ্রেণী) একক অভিনয়ে কিশোরগঞ্জ জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছেন সি.এম. খালাফ মাহমুদ (আদর)। এর আগে ভৈরব পৌরসভা ও উপজেলার সকল স্কুলের ছাত্রদের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলা পর্যাযে শেষ্ঠত্ব অর্জন করেন। আজ ২০ এপ্রিল রোববার সকালে জেলা পর্যায়ে স্কুলের ছাত্রদের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম হয়েছে। তার স্কুলের শিক্ষকদের প্রচেষ্টায় ও মা (খালেদা বেগম, সহকারী শিক্ষক, আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) অনুপ্রেরনায়, এ গৌরব অর্জন করেন। তার বাবা জহিরুল ইসলাম, (প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর) বিভাগ পর্যায়ে ছেলে যেন ১ম হতে পারে, সে প্রচেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাবেন বলে জানান।