# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণীতে ২০২৪ সালে বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে ৭২০ জন শিক্ষার্থী। তাদেরকে শুক্রবার জেলা কিন্ডারগার্টে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদ, নগদ টাকা ও গেঞ্জি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শহরতলির একটি পার্কে অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি তসলিমুর রহমান খান রবিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টর এম আতিকুর রহমান, উদ্বোধক সলিউশন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, বিশেষ অতিথি জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান ও সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল ছাড়া বক্তব্য রাখেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, স্বাগত বক্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মেনন, অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব মারিয়া সুলতানা ঝুমা, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ অলি প্রমুখ।
বক্তাগণ বলেন, এতগুলো শিশু এবার বৃত্তি পেয়েছে, এটা খুবই আশাব্যঞ্জক। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশের পাশাপাশি খেলাধুলা করা ও প্রকৃত মানুষ হওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেছেন। জুনিয়র একাডেমি থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি পাওয়া ইশতিয়াক হাসিম মজুমদার ও দীপশিখা কোচিং সেন্টার থেকে ৪র্থ শ্রেণীতে বৃত্তি পাওয়া আফসানা তৃণা বেশ খুশি। তারা আগামী দিনেও এর ধারবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।