# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার বিল্ডিং এ সাসটেইনেবল লেদার ইন বাংলাদেশ এর আয়োজন উপজেলা পরিষদে অডিটোরিয়ামে এই সভাটি করা হয়।
বাংলাদেশ অশি ফাউন্ডেশন পরিচালক আলম হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জীবন প্রকৃতি ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, সবুজের অভিযান ফাউন্ডেশন পরিচালক মাহমুদা বেগম, বাংলাদেশ ইনস্টিটিউট লেবার স্টাডিজ এর পরিচালক নাজমা ইয়াসমিন, ইউরোপীয়ন ইউনিয়ন প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম, পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় ভৈরবের পাদুকা শিল্পের পরিবেশ দূষণ এবং পাদুকা কারখানায় ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও উৎপন্ন বর্জ্যের দ্বারা মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব তুলে ধরেন। পাশাপাশি শিশুশ্রম নিরসন, নারীর প্রতি বৈষম্য নিরোধ, শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, শ্রম অধিকার নিশ্চিত ও এই শিল্পের টেকসই উন্নয়নে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের ভূমিকা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় অতিথিবৃন্দরা বলেন, ভৈরব প্রায় ১০ হাজার সম্ভাবনাময় পাদুকা কারখানা রয়েছে। এই শিল্পে দেশের অর্থনীতিতে অবদান রাখার ও বেকারত্ব দূরিকরণে অনেক সম্ভাবনাও রয়েছে। এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নারীদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। নারীদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তুলতে হবে। শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার পায় না। শ্রমিকদের আইডিকার্ড বা পরিচয় পত্র নিশ্চিত করতে হবে। প্রতিটি কারখানায় একটি অভিযোগ ক্যাম্প থাকতে হবে।
পাদুকা সেক্টরের প্রতিটি শ্রমিকের অধিকার আদায়ে কাজ করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, পাদুকা শিল্পের প্রকৃতি আজ ধ্বংসের পথে। সেই সাথে শ্রমিকদের জীবন হুমকির মুখে। পাদুকা শিল্পের বর্জ্য সঠিক ভাবে অপসারণ করতে না পারলে পরিবেশগত সমস্যা ও শ্রমিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হবে ও হচ্ছে। পাদুকা বর্জ্যের প্রভাব দেশের জল, স্থলসহ মানবদেহে ছড়িয়ে পড়ছে। বর্জ্যে রিসাইক্লিন ব্যবস্থা করতে পারলে পরিবেশ রক্ষা করা সম্ভব। এছাড়াও পরিবেশ রক্ষার্থে প্রচুর গাছ লাগাতে হবে। ভৈরবে পাদুকা সেক্টর অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে। ভৈরবে দক্ষ কারিগর তৈরীতে একটি কমন ফ্যাসিলিটি সেন্টার প্রয়োজন। পাদুকা নিয়ে সকল সংস্থা সবাই একসাথে একে অপরকে সহযোগিতা করলে পাদুকা শিল্পে টেকসই মানসম্মত পাদুকা উৎপাদনসহ পরিবেশ রক্ষা করা সম্ভব। এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়ক ভূমিকা পালন করবে।