# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষককে পুলিশ আটক করেছে। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। ধর্ষক সদর উপজেলার দরবারপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে মাটিকাটা শ্রমিক দ্বীন ইসলাম তোফাজ্জল (২৭) বলে জানিয়েছেন ওসি।
জানা গেছে, সদর উপজেলার সুলতানপুর এলাকার মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ৯ মার্চ রোববার রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে তোফাজ্জল তাকে তুলে নিয়ে নির্জন মাঠে ধর্ষণ করে। এ ঘটনায় ১০ মার্চ সোমবার বেশ কিছু শিক্ষার্থী থানার সামনে জড়ো হন এবং ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানান।