# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ী দোকানপাটে হামলা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাইকিং করে তার বাড়িতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাগপাড়া গ্রামে পায়েলের বাড়িতে। যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সিরাজ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী পায়েল (২৫) সপ্তাহখানেক আগে মোটরসাইকেলে একটি মেয়েকে নিয়ে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভুবিরচর গ্রামে যায়। সেখানে খোলামেলা জায়গায় মেয়েটির সাথে পায়েল আপত্তিকর আচরণ করলে এলাকার এক মুরুব্বিসহ এক ব্যবসায়ী প্রতিবাদ জানালে পায়েল ছোরা বের করে। এসময় ছোরা ও মোটরসাইকেলসহ পায়েলকে আটক করলে এক পর্যায়ে মোটরসাইকেল ফেলেই পায়েল পালিয়ে যায়। ঘটনা থানাকে জানালে পুলিশ গিয়ে মোটরসাইকেল ও ছোরা জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় পায়েল তার সঙ্গীদের নিয়ে যশোদল বাজারে গিয়ে ওই ব্যবসায়ীকে মাঝে মাঝেই হুমকি দিত। পরে বাজারের ব্যবসায়ীরা থানায় জানালে পুলিশ বুধবার পায়েলসহ তিন যুবককে ধরে আদালতে চালান দেয়। বৃহস্পতিবার এরা জামিনে এসে শুক্রবার যশোদল বাজারে অন্তত ১০টি দোকানে হামলা চালিয়ে কুপিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার সন্ধ্যার পর মাইকিং করে রাত ৯টার দিকে পায়েলের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুুল্লাহ খালিদ। মাদক ব্যবসায়ী পায়েল এখন এলাকা ছাড়া বলে জানা গেছে।