# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের ডক্টরস মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সভাপাতি আলহাজ্ব হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হাবলু মোল্লা, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সমকাল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।
সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায় সভার শুরুতেই সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সভা সঞ্চালনা করেন এবং বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। বক্তাগণ বলেন, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত সমাজের অগ্রগতিতে ইট একটি আবশ্যক উপকরণ। ইটভাটাকে অস্বীকার করার কোন উপায় নেই। মালিকরা সরকারের আইনকানুন মেনে পরিবেশের কথা বিবেচনায় রেখেই ইট প্রস্তুত করবেন। কিন্তু পরিবেশের অজুহাতে যেন ইটভাটা মালিকদের অহেতুক হয়রানি বা জরিমানা না করা হয়, ইটভাটার ক্ষতিসাধন না করা হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। কারণ দেশে প্রায় সাড়ে ৮ হাজার ইটভাটায় প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সাথে ইট ভাটার অনুমোদনে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করার জন্যও বক্তাগণ আহবান জানিয়েছেন।