# নিজস্ব প্রতিবেদক :-
বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করলো বাংলা প্রেস ক্লাব ভেনিস নর্থ ইতালি।
৫ মার্চ বুধবার সন্ধ্যায় স্থানীয় অভিজাত একটি রেস্টুরেন্টে কমিউনিটির সকল নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এই সংগঠনের যাত্রা শুরু হয়। ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা এই সংগঠনের। আগামীতে নর্থ ইতালিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়া সংবাদ কর্মীদের সংযোজন করা হবে এই প্রেসক্লাবে। সময় টেলিভিশন ইতালির প্রতিনিধি মাকসুদ রহমান’কে সভাপতি, এনটিভি ইউরোপের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন’কে সাধারণ সম্পাদক, আইওন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন’কে সাংগঠনিক সম্পাদক, কুমিল্লার কাগজ এর ইতালি প্রতিনিধি মোখলেস রহমান’কে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেন’কে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান ইউকের ভেনিস প্রতিনিধি নাসরিন আক্তার’কে মহিলা সম্পাদিকা করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়। খুব শীগ্রই ইতালি নর্থের সকল শহরের সংবাদকর্মীদের নিয়ে একটি সুন্দর অভিষেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিস নর্থ ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।