# সোহেলুর রহমান :-
২৪ আগস্ট রোববার লন্ডনস্থ প্রবাসীদের সংগঠন Human help London এর উদ্যোগে লন্ডন প্রবাসীদের এক বার্ষিক পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পিকনিকে আনন্দ উল্লাসের পাশাপাশি গরীব দুঃখীদের মাঝে বিভন্ন সাহায্য সহযোগিতা এবং লন্ডনে কোনো প্রবাসীর মৃত্যু বরণ করলে দাফন কাফনের জন্য পিকনিকে উপস্থিত সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।
পিকনিকে উপস্থিত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, Human help London এর ডিরেক্টরবৃন্দ- আনোয়ারুল হক, মিজানুর রহমান, হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, জামাল খান, নূর মোমেন, শামুয়েল সবুজ, জুয়েল, কাজী মিলন, কাজী আল আমিন, খোকন মিয়া ও আলী নাদিম।
কৃতজ্ঞতা প্রকাশ করা হয় অঙ্গ সংগঠন Newham ফ্রেন্ডস এর অনিক হাসন, জাহাঙ্গীর, স্বপন ও সুমন মোল্লা।