• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবের যুবকের সৌদী আরবে পার্কে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের এক যুবকের মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের একটি পার্কে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের হাজী জয়নাল মিয়ার ছেলে মো. হান্নান মিয়া (৪৫)। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকার একটি পার্কে ওইখানকার সময় রাত ১২টায় আত্মহত্যা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মান্নান মিয়া।
স্থানীয়রা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছতা ফেরাতে ১ বছর আগে ভাইদের সহযোগিতা ও ধারদেনা করে সৌদি আরবে যায় হান্নান। পরিবারে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বড় মেয়েকে বিয়ে দিলেও পরিবারে আরো ৪ সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। ছেলেও বড়ও হয়ে গেছে তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই বিদেশ পাড়ি জমিয়েছেন।
আরো জানা যায়, নিহত হান্নান ৫ ভাইদের মধ্যে ৪ জনই প্রবাসে রয়েছে। ১ সপ্তাহ আগে ছোট ভাই মন্নান সৌদি আরব থেকে দেশে আসেন। শুক্রবার সৌদি আরব সময় ভোর ৫টায় ও বাংলাদেশ সময় সকাল ৮টায় স্বজনদের মাধ্যমে পরিবার জানতে পারে ইশারা ডাইরেক্টর পার্কে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে হান্নান।
এ বিষয়ে নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মন্নান মিয়া বলেন, আমি এবং ভাইয়ের পরিবারের চেষ্টায় ১ বছর আগে ভাইকে সৌদি আরবে নিয়ে যায়। সৌদিতে এসে প্রথম দিকে কাজে মনোযোগী থাকলেও বেশ কয়েকদিন যাবত মানুষিক অসুস্থতায় ভোগছিলেন তিনি। আমার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। ভাই চিরস্থায়ী ভাবে দেশে ফিরে আসতে চেয়েছিল। কিন্তু কাগজ পত্রের সমস্যা ও পরিবারের চাপে তাকে দেশে আসতে বাধা দেয়া হয়েছিল।
আমি ভাইকে কিছু টাকা খরচের জন্য দিয়ে ১ সপ্তাহ আগে দেশে আসি। শুক্রবার সকালে শুনতে পায় ভাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কি করবো বুঝতে পারছি না। ভাইয়ের বড় ছেলেকেও সহযোগিতা করছি সৌদি নিয়ে যাওয়ার জন্য। মরদেহ আনতে হবে দেশে। কেমন করে কী করবো বুঝতে পারছি না। পরিবারের কি হবে। তাঁর রেখে যাওয়া সন্তানরা এখন এতিম হয়ে গেছে। এরা কিভাবে চলবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, এ প্রতিনিধির মাধ্যমে আত্মহত্যার বিষয়টি জেনেছি। আমি প্রশাসনিক ভাবে খবর নিচ্ছি। নিহতের পরিবার যেন মরদেহ দেশে আনতে পারে প্রয়োজনে সেই ব্যবস্থা করবো। সরকারি ভাবে সৌদী আরবে গিয়ে থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রম কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। ভবিষ্যতে আর্থিক সহযোগিতারও সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *