• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করছেন ডা. কিশোর কুমার ধর। ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
৬ জানুয়ারি বৃহস্পতিবার ডা. কিশোর কুমার ধর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।পূর্ববর্তী উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদকে রংপুরে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
ডা. কিশোর কুমার ধর সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এর আগে কিশোরগঞ্জের মিঠামইন থানার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন । পরে কিশোরগঞ্জের সদর হাসপাতালে কিছুদিন দায়িত্ব পালন করেন। সেখান থেকে মিঠামইন থানার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে ৬ ফেব্রুয়ারি নিজ জন্মভূমিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
কিশোর কুমার ধর ১৯৮৮ সালে ৪ঠা নভেম্বর জন্ম গ্রহণ করেন। তার নিজ বাড়ি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায়। বাবার নাম গোপাল ধর। তিনি একজন দর্জি ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মা দীপা সাহা একজন প্রধান শিক্ষিকা। তিনি উপজেলার শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী ডা. হাসি সাহা। বর্তমানে এনেস্থিসিয়া বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যয়নরত রয়েছেন। দুই ছেলের মধ্যে ছয় বছর বয়সী বড় ছেলে দিব্য ধ্রুব ধর ও ছোট ছেলে এক বছর বয়সী রুদ্রনীল ধর।
ডা. কিশোর কুমার ধর ছোট বেলা থেকেই তিনি কঠোর পরিশ্রমী ও মেধাবী ছিলেন। উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর সরকারি প্রাইমারি বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। এরপর থেকে স্কুল জিবনে তিনি জ্ঞান চর্চায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং ২০০৩ সালে এইএসসি পাশ করেন। ২০০৫ সালে সরকারি হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১২ সালে সিলেট উসমানী কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করেন। ২০১৪ সালে ৩৩ তম বিসিএস এর মাধ্যমে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে ডাক্তার কিশোর কুমার ধর বলেন, আমি ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে অনেক আগে থেকেই অবগত রয়েছি। আমি আমার সর্বোচ্চ মেধা ও দক্ষতা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্থানীয়দের সহযোগিতা নিয়ে হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম গুলো আরো উন্নত করতে চাই। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এখানকার চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে চাই।আমি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *