# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে সড়ক বিচ্ছিন্ন ও অবহেলিত গ্রামের নাম শ্যামপুর। এ গ্রামের যাতায়াতে একমাত্র মাধ্যম বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে ক্ষেতের আইল। বর্ষাকালে গ্রামটির চতুর্দিকেই পানি থৈ থৈ করে। দুর থেকে দেখলে মনে হবে নদীর উপর একটি ভাসমান গ্রাম। এ গ্রামের লোকজন বছরের ৬ মাস থাকে পানি বন্দি ও বাকি ৬ মাস থাকে শুকনায়। এ ভাবেই চলতে থাকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার প্রত্যন্ত অঞ্চল শ্যামপুর গ্রামবাসীর জীবন। তাদের মূল পেশা হল মাছ শিকার। মাছ বিক্রি করেই মূলত তারা জীবিকা নির্বাহ করে থাকে। পানি শুকিয়ে গেলে কিছু লোক কৃষি কাজ করে নিজের জমিতে আবার অনেকেই কাজ করে অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে। তাদের তেমন কোনো চাহিদা নেই। একটাই সমস্যা তাদের চলাচলের জন্য কোনো রাস্তা নেই। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে দুই কিলোমিটার পথে রয়েছে দুইটি কালভার্ট ও তিনটি বাঁশের সাকু।
সব দিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও ভৈরবের সড়ক পথ থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত একটি গ্রাম শ্যামপুর। এই গ্রামটি উপজেলার আগানগর ইউনিয়নে অবস্থিত। ২০০ বছর পুরোনো গ্রামে চলাচলে বর্ষাকালে নৌকা ও শুকনো মৌসুমে ক্ষেতের আইলই একমাত্র ভরসা। এতে দুর্ভোগে রয়েছে দুই হাজার মানুষ।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় ২শ বছর পূর্বে মেঘনা নদীতে ছোট্ট একটি চর জেগে উঠে। ওই চরে শ্যাম বাবু নামে একজন জেলেসহ ৭ জন মিলে ছন পাটখড়ি (সোলা) আর বাঁশ দিয়ে কয়েকটি ঘর তৈরি করে বসবাস শুরু করে। প্রখর রোদ বৃষ্টি আর ঝড় তুফানকে মাথায় নিয়েই শুরু হয় শ্যামপুর গ্রামে ৭ পরিবারের বসবাস। বর্তমানে চরটি প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যে পরিণত হয়েছে। এ চরের বাসিন্দা এখন আনুমানিক ২ হাজার। এই চরে টিনের ঘরের পাশাপাশি একাধিক বিল্ডিংও রয়েছে। এদের মধ্যে ভোটার হয়েছে সাড়ে ৬শর মতো। এখানে রয়েছে একটি বেসরকারি প্রাইমারি স্কুল ও একটি মসজিদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখা পড়া করছে এ গ্রামের ২ শতাধিক ছাত্র-ছাত্রী। গ্রামটির শতাধিক পরিবারের সদস্যরা রয়েছে প্রবাসে। বর্তমানে গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করলেও দুর্ভোগে রয়েছে একটি রাস্তার অভাবে। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আজও পর্যন্ত হয়নি একটি রাস্তা। রাস্তার জন্য গ্রামবাসী বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন বেশ কয়েকবার। শ্যামপুর গ্রামে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এসে নানান প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে কারোরই কোন খোঁজ থাকে না। বর্ষা মৌসুমে ভৈরব বাজার, স্কুল কলেজ, হাসপাতাল, ইউনিয়ন পরিষদসহ পার্শ্ববর্তী গ্রামে যেতে একটি ডিঙি নৌকা দিয়ে নদী পার হতে হয়। আর শুকনো মৌসুমে জমির আইল দিয়ে চলতে হয় পায়ে হেঁটে। নারীরা এ গ্রাম থেকে কোথাও যেতে হলে অনেকেই তাদের কোলের শিশুকে কোলে নিয়ে হাঁটতে হয় দুই থেকে আড়াই কিলোমিটার। বৃদ্ধদের বেলায় তো আরো বিপদ। ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার চিন্তাও করতে পারেনা। অসুস্থদের চিকিৎসার জন্য কোন হাসপাতালে নিয়ে যেতে হলে নৌকা ছাড়া যাওয়ার কোন উপায় নেই। গ্রামটির সাথে চলাচলের রাস্তা না থাকায় পার্শ্ববর্তী গ্রামের মানুষ এ গ্রামের ছেলে মেয়েদের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা করাতে চায়না। এই গ্রামের মানুষের সাথে কোন গ্রাম বা শহরের মানুষই আত্মীয়তা করতে চাইনা। এই গ্রামের ছেলেদের বিয়ে করানো বা মেয়েদের বিয়ে দেয়া নিয়ে চিন্তিত থাকতে হয় গ্রামবাসীর। শহরের সাথে যোগাযোগের জন্য নেই কোনো রাস্তা। রাস্তা না থাকায় কোনো যানবাহনও নেই। গ্রামবাসীর চলাচলের জন্য রয়েছে একটি মেঠো পথ অথবা জমির আইল। শ্যামপুর গ্রাম থেকে প্রায় ২ মাইল রাস্তা পায়ে হেঁটে যেতে হয় শহরে। উন্নত মানের কেনা কাটা, লেখাপড়া, চিকিৎসা, জন্মসনদ থেকে শুরু বিভিন্ন সনদ, বিভিন্ন ভাতার জন্য ইউনিয়ন পরিষদে যেতে হয় পায়ে হেঁটেই। চিকিৎসা নিতে গিয়ে মুমূর্ষু রোগীরা অনেক সময় পথিমধ্যেই মারা গেছে এমন নজিরও রয়েছে এ গ্রামবাসীর। এমন নানান সমস্যা নিয়েই যুগের পর যুগ ধরে বসবাস করছেন এখানকার মানুষজন।
গ্রামের বয়োবৃদ্ধরা জানান, ২শ বছরের বেশি সময় আগে কয়েকজন মাছ শিকারি মিলে মাত্র সাতটি ঘর তুলে বসবাস শুরু করেন নদীর বুকে জেগে উঠা এ চরে। সেই থেকে শুরু হয় এ গ্রামে মানুষের বসবাস। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর প্রখর রোদের সাথে তাল মিলিয়ে নিজেদের তখন খাপ খাইয়ে নিয়েছিল আশ্রয়স্থল হিসেবে নদীর বুকে জেগে উঠা এই চরটিতে। তবে ওই সাত পরিবারের কর্তা ব্যক্তিরা তখন কোথা থেকে আর কেনই বা এসেছিল তা বলতে পারছে না শ্যামপুর গ্রামের বর্তমান প্রজন্মরা। শুধু এটুকুই বলতে পারছেন তাদের পূর্ব পুরুষরা ছিল এই গ্রামেরই বাসিন্দা।
সীমা, মীম, রোকসানা, রাকিব, মোবারক সহ আরো কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের মত কোন শিক্ষার্থীই এত কষ্ট করে না। বৃষ্টির মৌসুমে শুধু একটি ডিঙি নৌকা নদীর এপার ওপার আসা যাওয়া করে। নদীতে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে নৌকা ডুবির ঘটনাও ঘটে থাকে। নৌকায় সময় মত উঠতে না পারি তাহলে ১ ঘণ্টার পেছনে পড়তে হয়। সময় মতো ক্লাসে পৌঁছানো যায় না। শুকনো মৌসুমে জমির আইল দিয়ে চলতে গিয়ে কাদা মাটি পাড়াতে হয়। এতে করে জামা কাপড় নষ্ট হয়ে যায়। নানান অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী মাঝ পথেই লেখা পড়া ছেড়ে দেয়।
নাছির মিয়া বলেন, মেঘনা নদীর পশ্চিমপাড়ে শ্যামপুর গ্রামের বসতি। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না রাস্তা না থাকায়। ওই সব রোগীদের বাঁচানো বড়ই দায়। অনেক সময় রাস্তাতেই রোগী মারা গেছে এমন ঘটনাও ঘটেছে।
গ্রামের সমাজ সেবক সোহরাব হোসেন বলেন, বাপ দাদার মুখ থেকে শুনেছি ২শ থেকে আড়াইশ বছর আগে এ গ্রামের বসতি শুরু হয়েছে। অবহেলিত এই গ্রামে আজও পর্যন্ত চলাচলের জন্য রাস্তা হয়নি। এখানে একটি বেসরকারি প্রাইমারি স্কুল রয়েছে। স্কুলের সমস্ত খরচ আমরা নিজেরাই চাঁদা তুলে বহন করে থাকি।
শ্যামপুর মসজিদের ইমাম রুহুল আমিন বলেন, এ গ্রামে কোনো রাস্তা ঘাট নাই। সেই সুবাদে গ্রামটি একেবারেই অবহেলিত। গ্রামবাসীর লেখাপড়া থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা সব থেকে বঞ্চিত। এখানকার লোকজনের ভরসা একমাত্র ক্ষেতের আইল। এ আইল দিয়েই তারা হাঁটা চলা করে।
স্থানীয় নারীরা বলেন, রাস্তা না থাকায় ইচ্ছে থাকলেও বাপের বাড়ি যেতে পারি না শুধু হাঁটার কষ্টে। আমাদের গ্রামের মেয়েদের বিবাহ দিতে গেলে বর পক্ষ কনে দেখে যাবার পর বাড়িতে গিয়ে প্রত্যাখ্যান করে দেয়। যত জরুরি কাজই হোক না কেন রাস্তা নেই বলে করা যায় না।
এ বিষয় পারভিন বেগম বলেন, আমাদের গ্রামে রাস্তা না থাকায় ছেলে মেয়েরা কিছুই করতে পারছে না। না হচ্ছে লেখা পড়া না করতে পারছে কোন কাজ কর্ম। রাস্তা না থাকায় অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে নিয়ে সেবা দেওয়া যায় না। গর্ভবতী মহিলাদের হঠাৎ সমস্যা দেখা দিলে যোগাযোগের অভাবে অনেক কষ্ট করতে হয়।
পঞ্চাশোর্ধা আমেনা বেগম বলেন, কালিকাপুর থেকে আইছি। নৌকা নাই রাস্তা নাই বেকায়দার পথ। মেয়ের বাড়ি যাইমু। কেমনে যামু অত পথ। ব্যাগ হাতে এলিগ্যা হাতে মাইঝে কাইল লাগতাছে।
এ বিষয়ে কৃষক ইউনুছ মিয়া বলেন, জমি থেকে ফসল উঠিয়ে নিতে গেলে অধিক শ্রমিক নিতে হয়। এতে খরচও বাড়ে। রাস্তা থাকলে আমাদের জমি থেকে ফসল নিতে সমস্যা হতো না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ বলেন, আমি নতুন যোগদান করেছি। নবীপুর থেকে শ্যামপুরের রাস্তাটির বিষয়ে আমি অবগত হয়েছি। বর্তমানে রাস্তাটি এলজিইডির আওতাভূক্ত নয়। আওতাভূক্ত করতে আবেদন জানানো হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে রাস্তাটি করার জন্য। রাস্তার মধ্যে প্রকল্প কর্মকর্তার মাধ্যমে মাটি ফেলা হয় ও দুইটি কালভার্ট হয়েছিল। প্রয়োজনে প্রকল্প কর্মকর্তার সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে শ্যামপুর থেকে নবীপুর পর্যন্ত রাস্তাটি করে দেওয়ার চেষ্টা করবো।