# এম.আর রুবেল :
মানুষের মাঝে সম্প্রতি ও সৌহার্দপূর্ণ মনোভাব তৈরির উদ্দেশ্যে গ্রামের গরীব-অসহায়দের জন্য মেহমান খানা খুলে এলাকায় বেশ সাড়া ফেলেছেন একঝাঁক তরুণ ও যুবক। ইতিমধ্যে দুই বছর পার করলো গরীবের মেহমান খানা। ওই মাসিক মেহমান খানায় প্রতিমাসে ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষকে দাওয়াত করা হয় দুপুরের খাবারের জন্য।
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের পাণ্ডব বেপারীর বাড়ির একঝাঁক তরুণ ও যুবক মিলে ২০২৩ সালের জানুয়ারি মাসে আয়োজন করেন মাসিক মেহমান খানার। সেই ধারাবাহিকতা বজায় রেখে গত বছরের শুরুতেই জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আয়োজনের মধ্যেদিয়ে মাসিক মেহমান খানার দুই বছর পূর্ণ হয়েছে।
আয়োজকরা জানান, মাসিক মেহমান খানায় প্রত্যেক ইংরেজী মাসের প্রথম শুক্রবার দুপুর বেলা গ্রামের গরীব ও অসহায় মানুষকে উন্নতমানের খাবার খাওয়ানো হয়। খাবারের নির্ধারিত তারিখের আগেই আয়োজকরা সম্মানের সঙ্গে দাওয়াত কার্ড পৌঁছে দেয় মেহমানদের বাড়ি বাড়ি।
ওই মেহমান খানায় একবেলা ভালোমানের খাবার খেতে দুপুরের আগেই খাবারস্থলে উপস্থিত হন এলাকার অসহায় শিশু বৃদ্ধা থেকে শুরু করে বিভিন্ন বয়সের দাওয়াতি নারী পুরুষ। মেহমানদেরকে অত্যন্ত খাতির যত্ন করে খাবার পরিবেশ করেন আয়োজক কর্মীরা। তৃপ্তি সহকারে পেটপুরে খাবার খাওয়ার পর ডালাতে থাকা একগুচ্ছ পান মুখে দিয়ে খুশি মনে বাড়ি যায়।
মাসিক মেহমান খানায় থাকা খাবারের তালিকায় কখনও থাকে সাদাভাত-মাছ-সবজি, গরু-খাসি-মুরগির মাংস ও ডাল। কখনও বা বিরানি/তেহারি বা ভুনাখচুরি। সঙ্গে টমেটো/শষা-খিরার সালাদ।
মাসিক মেহমান খানায় গত শুক্রবার নিয়মিত আয়োজনের দু’রছর পূর্ণ হয়। ঝগড়ারচর গ্রামের পাণ্ডব বেপারিবাড়ির একঝাঁক তরুণ ও যুবকের এই মানবিক আয়োজনে আর্থিক সহায়তা দেন এলাকার ব্যবসায়ী/প্রবাসী আর চাকরিজীবীরা। নিজেদের শ্রমকে মুলত পূঁজি করে এমন মহতী আয়োজনে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মেহমান খানায় আগত মেহমানরা জানান, প্রতি মাসের প্রথম শুক্রবার দুপুরের এই আয়োজনে তারা নিয়মিত অতিথি হয়ে ভালো খাবার খেতে পারছেন অনেক দিন ধরে। যেসব খাবার গুলো কিনে খাওয়া সাধ্যের বাইরে, সেসব অন্তত মাসে একবার খেতে পাওয়ায় তারা অনেক খুশি। এমন আয়োজনের যাঁরা উদ্যোগ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন।
কালিকাপ্রসাদ এলাকার মুরুব্বি আবুল কাশেম জানান, পাণ্ডব বেপারিবাড়ির যুবকদের এই মহতী উদ্যোগ খুবই প্রশংসনীয়। এই আয়োজন ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে এলাকায়।
ব্যবসায়ী আরিফুল ইসলাম রোলেক্স জানান, এলাকার ব্যবসায়ী, প্রবাসী ও যুবকদের সহযোগিতায় এই আয়োজন দুইবছর পূর্ণ হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে মানুষের মধ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
উদ্যোক্তা কবির আহমেদ ও শাকিল মিয়া জানান, বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের গরিব ও দরিদ্র মানুষদের পক্ষে ভালোমানের খাবার মাছ-মাংস কিনে খাওয়া কষ্টকর। অনেকে বছরেরও একবার মাংস খেতে পারেনা। সেই দিকটি বিবেচেনা করেই তাঁরা এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। যা নিয়মিত করে যাচ্ছেন দুইবছর ধরে। এই আয়োজন অব্যাহত রাখবেন বলেও জানান। তাঁদের এমন উদ্যোগ অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়লে উপকৃত হবে গরিব-অসহায় মানুষজন আর এলাকায় মানুষের মাঝে তৈরি হবে সম্প্রতি ও সৌহার্দপূর্ণ মনোভাব।