• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে সয়াবিন উধাও গোপনে বাড়তি দামে বিক্রি

কিশোরগঞ্জে সয়াবিন উধাও
গোপনে বাড়তি দামে বিক্রি

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। এক লিটার দুই লিটার পাঁচ লিটার বোতল কোথাও পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ গোপনে বাড়তি দামে বিক্রি করছেন বলে জানা গেছে।
জেলা শহরের স্টেশন রোডের ডিপার্টমেন্টাল স্টোর নিয়ামত স্টোরের মালিক মিজানুর রহমান শাহীন জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা কোন বোতলজাত তেল দিচ্ছেন না। তিনি যোগাযোগ করে জানতে পারেন, কোম্পানিগুলি তেলের দাম বাড়াতে চাচ্ছে। কিন্তু সরকার বাড়াতে দিতে চায় না। সেই কারণেই তেল সরবরাহ বন্ধ রেখেছে। তিনি জানান, এক লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ১৬৭ টাকা। দুই লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ৩৩৪ টাকা। আর পাঁচ লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ৮১৮ টাকা। এদিকে বড়বাজারের পাইকারী ব্যবসায়ী ওসমান গণিও বোতলজাত তেল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, এখন বাজারে খোলা সয়াবিন তেলের খুচরা দাম ১৬৬ টাকা লিটার, আর পামওয়েল ১৫৫ টাকা লিটার।
শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সায়মা হক জানিয়েছেন, তিনি রোববার বিভিন্ন দোকান ঘুরে কোন বোতলজাত তেলই পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খরমপট্টি এলাকার একটি দোকানে গেলে তাদের কাছে দুই লিটারের একটি মাত্র বোতল আছে জানিয়ে ৩৯০ টাকা দাম রাখলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, তিনি রোববার পাকুন্দিয়া গিয়েও বোতলজাত সয়াবিন তেলের সঙ্কট দেখেছেন। সেখানে খোলা সয়াবিন ১৮৫ টাকা লিটার বিক্রি করতে দেখেছেন। অর্থাৎ, বোতলজাত তেলের সঙ্কটের সুযোগে খোলা তেলের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।
জেলা কৃষি বিপনন কর্মকর্তা হাসান সারোয়ার জানান, খোলা সয়াবিন আর বোতলজাত সয়াবিনের দাম প্রায় সমান। সেই কারণে কোম্পানিগুলি বোতলজাত তেলের দাম বাড়াতে চায়। কিন্তু সরকার সেটা হতে দিতে চায় না। তবে সরকার তেলের ওপর ভ্যাট কমিয়েছে। হয়ত অচিরেই সঙ্কট কেটে যাবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *