# মো. দিদার হোসেন পিন্টু :-
বেলাবোতে গাছে গাছে ঝুলছে লটকন, টসটসে রসালো হলুদ রংঙের এই ফলের নাম স্থানীয় ভাষায় বুগি বা গোডা, মূলত গাছের সাথে থোকায় থোকায় ঝুলে থাকে এই বন ফল লটকন। অনেকেই লটকনকে বলে থাকে দেশীয় হলুদ আঙ্গুর।
নরসিংদীর বেলাবো উপজেলায় লটকন অন্য যে কোনো জেলা থেকে মিষ্টি এবং রসালো হয়ে থাকে। এখানকার বেলে ও দো-আঁশ মাটিতে ফলটির ফলন ভালো হয়। সেজন্য এ জেলার মানুষজন লটকনের বাণিজ্যিক চাষের দিকেই বেশি ঝুঁকছেন। আর্থিকভাবে লাভবানও হচ্ছে বলে প্রতিবছরই বাড়ছে এর আবাদ। লটকন চাষ করে ভাগ্যবদল হয়েছে কৃষকের।
বেলাবোরের লটকন ফল দেশীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার বেলাবো, শিবপুর, মনোহরদী অঞ্চলে লটকন চাষে উপযোগী আবহাওয়া হওয়ায় লটকন ফল ভালো জন্মে।
নরসিংদীর উত্তর-পশ্চিমাঞ্চলের সুউচ্চ গৈরিক বা লাল রঙের মাটিতে প্রচুর ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান বিদ্যমান থাকায় এ মাটিতে লটকনের উৎপাদন ভালো হচ্ছে। স্বাদে-গন্ধে হচ্ছে মিষ্টি এবং আকৃতিতেও হচ্ছে বড় বড়। নরসিংদীর রায়পুরা, শিবপুর, বেলাব, মনোহরদী উপজেলার শত শত চাষি বর্তমানে লটকন বিক্রি করে অর্থনৈতিক সাফল্য পেয়েছেন। নরসিংদী জেলার বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের বাগান রয়েছে।
২৫ বছর আগেও লটকনের চাষের উদ্দেশ্য তেমন বাগান করা হতো না। তখন অন্যান্য ফলগাছের সাথেই দু-একটি গাছ লাগানো হতো। লটকন চাষিরা জানান, পূর্বসময়ে লটকনের তেমন চাহিদা ছিল না, দামও ছিল কম, সে কারণে কেউ লটকনের স্বতন্ত্র বাগান করার চিন্তা করত না। বর্তমানে চাহিদা ও মূল্য দুটিই বেড়েছে।
স্থানীয় চাষী ইসমাইল মিয়া বলেন, লটকন একটি ঔষুধি ও ভিটামিন সি সম্বৃদ্ধি ফল। তাই এর চাহিদা ব্যাপক। একটি পূর্ণবয়স্ক লটকন গাছে ৫ থেকে ১০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। অন্য ফসলের তুলনায় লটকনে উৎপাদন খরচ কম কিন্তু আয় বেশী। লটকন চাষে রোগ বালাই তেমন একটা নেই। চাহিদাও প্রচুর, এসব কারণেই দিন দিন নরসিংদীর বিভিন্ন এলাকায় লটকন চাষের প্রসার ঘটছে। লটকন চাষ করে ব্যাপক সাফল্য ও পাচ্ছেন চাষিরা। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত হওয়ায় এবং আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হাসান ভূইয়া বলেন, লটকনে প্রচুর পরিমাণ ভিটামিন বি-২, ভিটামিন-সি রয়েছে। এ ছাড়া ফলটি ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ। দৈনিক আমাদের দেহের জন্য যে পরিমাণ ভিটামিন সি’র প্রয়োজন, মাত্র চারটি লটকন সেই চাহিদা মেটাতে যথেষ্ট।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজিম-উর-রউফ খাঁন বলেন, এ বছর উপজেলায় প্রায় ২০৫ হেক্টর জমিতে লটকন চাষ হলেও ১৮৫ হেক্টর জমি থেকে লটকন উৎপাদন হচ্ছে। এ মৌসুমে এখানে প্রায় ৩ হাজার ৫শ মেট্রিক টন লটকন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি টাকা। এ বছর বাজার মূল্য ভালো থাকায় লটকন অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতার করে আসছি।
চাষীদের সাথে কথা বলে জানা গেছে এবছর লটকন ফলন ভালোই ছিলো তবে আবহাওয়া অনুকুলে না থাকার কারনে কিছু গাছের ডালপালা ভেঙে গেছে এমন কি গাছ ও উপড়ে পড়েছে, যার কারনে ফল নষ্ট হয়েছে। যার প্রভাবে লটকনের দাম গত বছরের তুলনায় বেশী হবে।