# নিজস্ব প্রতিবেদক :-
নরসিংদীর লিটন মিয়ার সার্কাসের হাতি লালন করেন গোপালগঞ্জ সদরের মাহুত বাবুল শেখ (২৫)। ১ জুলাই সোমবার সন্ধ্যার আগে হাতি নিয়ে বাবুল শেখ কিশোরগঞ্জ শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় দোকানে দোকানে চাঁদা তুলছিলেন। এসময় এআর ফার্মা নামে ওষুধের দোকানে গেলে মালিক মাসুদুর রহমান (৪৫) হাতির শুঁড়ের মাথায় ১০ টাকার একটি নোট দেন। টাকা নিয়ে হাতি চলে যাচ্ছিল। এ সময় হাতি দেখে দুজন মহিলা ভয়ে চিৎকার দিয়ে ওষুধের দোকানে ঢুকলে মাসুদুর রহমান দোকানের শাটার নামানোর রড দিয়ে হাতিকে আঘাত করেন। এতেই ঘটে মর্মান্তিক ঘটনা। হাতি শুঁড় দিয়ে সজোরে বারি মেরে মাসুদুর রহমানকে বাইরে ফেলে দেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরকমই বর্ণনা দিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী মাসুদুর রহমানের দোকানের সামনের চা দোকানি বৃদ্ধ আব্দুল কুদ্দুছ ও পত্রিকার হকার জহিরুল ইসলাম।
আব্দুল কুদ্দুছ জানান, তিনি ঘটনার সময় দোকানে ব্যবসা করছিলেন। এমন সময় তার চোখের সামনেই আচমকা ঘটনাটি ঘটে যায়। মাসুদুর রহমান রড দিয়ে আঘাত করলে হাতিটি এমন জোরে শুঁড় দিয়ে বারি মেরে তাকে ফেলে দেয়, ফুটবলে লাথি দিলে যেমন শব্দ হয়, সেই রকম বিকট শব্দ হয়েছিল। তখন আব্দুল কুদ্দুছ নিজের জীবনের মায়া ত্যাগ করে পানি নিয়ে দৌড়ে গিয়ে মাসুদুর রহমানের মাথায় পানি ঢালতে থাকেন। মাসুদুর রহমানের মাথার খুলি ভেঙে ভেতরে দেবে গেছে। মাথা আর কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি এসময় সম্পূর্ণ অজ্ঞান। পত্রিকার হকার জহিরুল ইসলামও ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিও সেখানে দাঁড়িয়ে হাতিটি দেখছিলেন। চোখের সামনেই তখন এই দুর্ঘটনাটি ঘটে গেল।
মাসুদুর রহমানকে সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মঙ্গলবার বিকাল তিনটায় তিনি মারা যান। রাতেই তার লাশ কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসায় নেওয়া হয়। এরপর ৩ জুলাই বুধবার সকালে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে নিয়ে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন চা দোকানি আব্দুল কুদ্দুছ। নিহত মাসুদুর রহমান এর আগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার ছিলেন। চাকরি ছেড়ে মাস তিনেক আগে তিনি ওষুধের ব্যবসা শুরু করেন।
এ ঘটনায় হাতির মাহুত বাবুল শেখকে সদর থানায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. গোলাম মোস্তফা। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তখন আইনী প্রক্রিয়া শুরু করা হবে। আর হাতিটি নগুয়া এলাকায় সরকারি এতিমখানায় রাখা হয়েছে।
এতিমখানায় গিয়ে দেখা গেছে, হাতির মালিক লিটন মিয়া সুনামগঞ্জের লালপাহাড় এলাকা থেকে হাতির প্রশিক্ষক রাজিব হোসনকে খবর দিয়ে এনেছেন। তিনিই হাতিটিকে সামলাচ্ছেন। রাজিব হোসেন জানান, তাদের পারিবারিক পেশা হাতিকে প্রশিক্ষণ দেওয়া। মাহুত যেহেতু থানায় আটক, হাতিটিকে অন্য কেই সামলাতে পারতেন না। সেই কারণেই তাকে আনা হয়েছে। তিনি হাতিটির পরিচর্যা করছেন। কলাগাছ দিচ্ছেন খাবার হিসেবে। এটি একটি প্রাপ্তবয়ষ্ক পুরুষ হাতি।