• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবকে জেলা ও কিশোরগঞ্জ জেলার বিভাগ পরিবর্তন নিয়ে দিনব্যাপী দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ময়মনসিংহ বিভাগে নয়, থাকতে চাই ঢাকা বিভাগে স্লোগানে স্লোগানে উত্তাল ভৈরব কটিয়াদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কুলিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ৬৩ হাজারের বেশি শিশুকে দেয়া হবে টিকা বাজিতপুরে ৭৩ হাজার ২৫৯ জন শিশু-কিশোরকে দেওয়া হবে টাইফয়েড টিকা হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে আর কোন রোগীকে আর ঢাকায় যেতে হবে না …….. স্বাস্থ্য সচিব ছুটি ছাড়াই চেয়ারম্যান তিন মাস ধরে ইতালিতে, ইউএনও কিছু জানেন না নেদারল্যান্ডসের শিশু নোবেলের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান ভৈরবে পচা ডিমে কেক তৈরি ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা

ময়মনসিংহ বিভাগে নয়, থাকতে চাই ঢাকা বিভাগে স্লোগানে স্লোগানে উত্তাল ভৈরব

# মিলাদ হোসেন অপু :-
ময়মনসিংহ বিভাগে নয়, থাকতে চাই ঢাকা বিভাগে স্লোগানে স্লোগানে উত্তাল ভৈরবের জনপদ। মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকেও। আজ ১২ অক্টোবর রোববার ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখা হয়। দাবি আদায় না হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ, নৌ-পথ অবরোধের ঘোষণা দেন ছাত্র-জনতা।
ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যাণ্ড দুর্জয় মোড়ে এক বিক্ষোভ সমাবেশে ছাত্রনেতা হান্নান আহমেদ হিমুর সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয়, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা জিয়া উদ্দিন, জুনায়েদ আহমেদ, পরাগ, জিহাদ আহমেদ, মোহাম্মদ আবির, মাহিন মিয়া, মওলানা শাহরিয়ার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভৈরবের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভৈরবকে জেলা ঘোষণা করা। কিন্তু একটি কুচক্রী মহল ভৈরবের মানুষকে দীর্ঘদিন আন্দোলন থেকে বিরত রেখেছেন। ফ্যাসিস্ট দোসররা চাইলে অনেক আগেই ভৈরব জেলা হতো।
বক্তারা দাবি করেন, ভৈরবকে জেলায় রূপান্তর করে ঢাকা বিভাগেই রাখতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবিত সম্প্রতি কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে ভৈরববাসী ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং তাদের প্রস্তাবকে ভৈরববাসী প্রত্যাখান করে রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয় বলেন, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ ছাত্র-জনতার ব্যানারেই প্রতিবাদ জানিয়েছেন। অচিরেই ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগেই অন্তর্ভুক্ত রাখতে হবে। সরকারকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। তা না হলে সারা দেশে যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। অচল করে দেয়া হবে সড়কপথ, নৌ-পথ ও রেলপথ। বিক্ষোভ শেষে ছাত্র-জনতা মিছিল নিয়ে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী বন্ধ রাখেন ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ যানচলাচল।
এদিকে ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভৈরবের নেটিজেনদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা মুখ্য সংগঠক শরিফুল হক জয় তার ফেসবুক আইডিতে লেখেন, নির্বাচনের আগে দেশটারে অস্থিতিশীল কইরেন না! কিশোরগঞ্জ ঢাকা বিভাগে থাকবে এটা আগের সিদ্ধান্তই। আপনাদের নতুন করে আমাদের ময়মনসিংহ বিভাগে দিতে হবে না। কাজের কাজ করেন, আজাইরা কাজ বেশি কইরেন না। যদি পুনর্বিন্যাস করতেই হয়, তাহলে ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগে দিন। কারণ ময়মনসিংহ পর্যন্ত যাতায়াত আমাদের জন্য অসম্ভব। এ ছাড়াও নেটিজেনরা ভৈরবকে জেলা দাবি করে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে না নিয়ে ঢাকা বিভাগে রাখার আহ্বান জানান।
এদিকে কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদীবাসীও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *