# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতার বিরুদ্ধে উপজেলার ৯৭ জন শিক্ষক ১০টি গুরুতর অভিযোগ উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন কর্তৃপক্ষের কাছে। একটি অভিযোগে বলা হয়েছে, তিনি সরকারি কর্মচারী হয়েও তার স্ত্রীর নামে একটি ঠিকাদারি লাইসেন্স পরিচালনা করেন। অপর এক অভিযোগে বলা হয়েছে, এক বছর ধরে তিনি সমিতির হিসাব দিচ্ছেন না। জিজ্ঞাসা করলে বলেন, সকল শিক্ষক পা ধরে ক্ষমা চাইলে তবেই হিসাব দেবেন। ওই শিক্ষক নেতা কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়াজ মোহাম্মদ।
শিক্ষকদের লিখিত অভিযোগের ওপর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন তদন্তপূর্বক জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন। এদিকে শিক্ষক নেতা নিয়াজ মোহাম্মদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম।
উপজেলার ৯৭ জন শিক্ষক তাঁদের পরিচয় উল্লেখ করে গত ২৬ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নিয়াজ মোহাম্মদ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর থেকেই তিনি একক আধিপত্য, শিক্ষকদের সাথে অসদাচরণসহ সেচ্ছাচারিতা প্রদর্শন করে যাচ্ছেন। এক বছর ধরে সমিতির অফিস তালাবদ্ধ। সমিতির নির্বাচিত অন্য সদস্যসহ শিক্ষকরা অফিসে ঢুকতে পারছেন না। সমিতির আঙিনা আগাছা আর জঞ্জালে ভরে গেছে। সমিতির নামে দুই কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি রয়েছে। সমিতি কার্যালয়ের তিনটি কক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া ছিল। সেগুলি খালি করে শিক্ষকদের নামাজের জায়গা করার নামে সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে ৫২ হাজার টাকা বরাদ্দ নিয়েছিলেন। কিছুই করেননি। এখন এ বিষয়ে শিক্ষকরা জানতে চাইলে বলেন, ‘আমি সম্পাদক, আমার যা ইচ্ছা তাই করব, কারো কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই।’
এছাড়াও সমিতির পাঁচটি দোকান ভাড়া দেওয়া আছে। ইচ্ছামাফিক ভাড়া উত্তোলন করে খেয়ালখুশিমত সম্পাদক খরচ করছেন। অথচ প্রতিটি লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে হওয়ার কথা। সভাপতি বা সম্পাদকের হাতে নগদ দেড় হাজার টাকার বেশি থাকার বিধান সমিতির গঠনতন্ত্রে নেই। প্রতি বছর সাধারণ সভা ডেকে সমিতির আয়-ব্যয়ের হিসাব সাধারণ শিক্ষকদের জানানো কথা। কিন্তু গত এক বছরে কোন সভা আহবান করা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করলে সম্পাদক উত্তর দেন, ‘আমার যখন সময় হবে, তখন মিটিং কল করব এবং হিসাব দিব, কারো কথায় করব না। সকল সদস্য/শিক্ষক আামার পা ধরে ক্ষমতা চাইলে তবে মিটিং ডাকার কথা বিবেচনা করব।’ এ ধরনের ১০টি গুরুতর অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর অনুলিপি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন কর্তৃপক্ষ বরাবরে। শিক্ষকরা জানিয়েছেন, সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি চার বছর মেয়াদী। সমিতি কার্যালয়ের অবস্থান উপজেলা কমপ্লেক্সের কাছে।
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ স্ত্রীর নামে পৌরসভার ঠিকাদারি লাইসেন্স রয়েছে স্বীকার করে বলেন, তিনি কর্মচারী রেখেছেন। তারাই ঠিকাদারি কাজগুলো করেন। আর্থিক অনিয়মের অভিযোগ নাকচ করে বলেন, সবকিছু ঠিকমতই চলছে। তবে সাবেক এমপির কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়েও তিনটি কক্ষ কেন পতিত ফেলে রাখা হয়েছে এ প্রশ্ন জানান, কাজটি সম্পন্ন করা হবে। এক বছর ধরে কেন সভা ডাকা হয় না প্রশ্ন করলে বলেন, সংগঠন গঠতন্ত্র মোতাবেকই চলছে। কোন অনিয়ম হচ্ছে না। আর অফিস নিরাপত্তার জন্যই তালাবদ্ধ রাখা হয়। শিক্ষকরা বসতে চাইলে বসতে পারেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে সমিতির সভাপতি আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালকে এসব বিষয়ে প্রশ্ন করলে বলেন, তিনি একাধিকবার সম্পাদককে সভা ডাকার জন্য বলেছেন। গত ফেব্রুয়ারিতে সকল শিক্ষক সিলেটে শিক্ষা সফরে গিয়েছিলেন। সেদিনও সভা ডাকার কথা বলেছেন। কিন্তু সভা ডাকেন না। দুর্ব্যবহারের কারণে শিক্ষকরা সম্পাদকের ওপর ক্ষুব্ধ। পাঁচটি দোকানের মধ্যে দুটি দোকান ভাড়া বাবদ এককালীন এক লাখ টাকা অগ্রীম নিয়ে ব্যাংকে রাখা হয়েছে। কিন্তু বাকি তিনটি দোকানের মাসিক ভাড়া আসে চার হাজার ৮০০ টাকা। সেটি সম্পাদকই মাসে মাসে উঠিয়ে নিচ্ছেন। সভা না ডাকার কারণে আর্থিক হিসাবও নেওয়া যাচ্ছে না বলে সভাপতি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ২ জুলাই মঙ্গলবার প্রশ্ন করলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম বলেছেন, অভিযোগটি কেবল হাতে পেয়েছি। এ বিষয়ে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হবে।