# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিভিন্ন চায়ের দোকানে লুডু দিয়ে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে একদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাই বাড়ছে সামাজিক অপরাধ। এ সবে যোগ দিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী পাশাপাশি যুবকরা। তাদের সরলতার সুযোগে চায়ের দোকানের ব্যবসায়ীরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার, গুনধর বাজার, নিয়ামতপুর বাজার, সাদকখালী বাজারসহ বিভিন্ন বাজার এলাকায় লুডু দিয়ে এক শ্রেণির লোক জুয়া খেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, খেলা প্রতি চায়ের দোকানদাররা ৫০ টাকা থেকে ১শ টাকা পেয়ে থাকেন।