# রাজন সরকার, পাকুন্দিয়া :-
‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। ২৭ মে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এ সময় বর্ণাঢ্য র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে এ আলম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, মেডিকেল অফিসার ডা. ফারজানা জামান পুনম। স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।