• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

কিশোরগঞ্জে ফারটিলাইজার সমিতির সাধারণ সভা

সাধারণ সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ফারটিলাইজার
সমিতির সাধারণ সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা ফারটিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার শহরতলির একটি কনভেনশন সেন্টারে জেলা কমিটির সভাপতি তারিক আহমেদের সভাপতিত্ব আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম, পিপিএম (বার) ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। তাদের ফুল দিয়ে বরণ করা হয়। যেসব ডিলার মৃত্যুবরণ করেছেন, সভার শুরুতেই তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়। এরপর প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা এবি সিদ্দিক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। সাধারণ সম্পাদক মো. আব্দুল হেকিম স্বাগত বক্তব্য রাখেন।
দুপুরের পর সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের ঢাকা অঞ্চলের ভাইস-চেয়ারম্যান কেএম অলিউর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের ঢাকা অঞ্চলের পরিচালক আলহাজ্ব মো. মোমেন সরকার, মো. রেজাউল করিম, মো. হাফিজুর রহমান খান, আসাদুজ্জামান ফারুক, মো. আজিজুর রহমান, মো. শহীদুর রহমান প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। সাধারণ সভায় জেলার শতাধিক সার ডিলার সদস্য অংশগ্রহণ করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক দ্বিবার্ষিক প্রতিবেদন পেশ করেন। সাধারণ সভায় কোষাধ্যক্ষ দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করলে সেটি সদস্যগণ অনুমোদন করেন। অনুষ্ঠানে মৃত ডিলারদের পরিবারকে অনুদানের চেক প্রদান করা হয়। সাধারণ সভায় অন্যান্য ডিলারগণও বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ বলেন, একটি দেশের বড় শক্তি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আর সেই কারণেই সরকার সারের ওপর বিপুল পরিমাণ ভর্তুকী দিচ্ছে কৃষকদের স্বার্থে, ডিলারদের স্বার্থে নয়। ডিলারগণ ব্যবসা করবেন। সরকার তাদের কমিশন দিচ্ছে। কয়েক বছর ধরে দেশে সারের কোন সঙ্কট হয় না। কিন্তু কৃত্রিম সঙ্কট তৈরি করে যদি সারের মূল্য বাড়ানো হয়, সেটা হবে খুবই দুঃখজনক। অনিয়ম করলে আইন আছে। কিন্তু আইন যদি প্রয়োগ করার প্রয়োজন না হয়, তাহলেই বুঝতে হবে সমাজটা ভাল চলছে। সময়মত যেন কৃষকরা তাদের প্রয়োজনীয় সার পান, সেদিকে ডিলারদের সচেষ্ট থাকার জন্য সবাই আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *