# নিজস্ব প্রতিবেদকব :
ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে ডা. আব্দুল্লাহ-আল-মারুফ ও সাধারণ সম্পাদক পদে ডা. বুলবুল আহম্মদকে নির্বাচিত করা হয়েছে। ২০ এপ্রিল শনিবার সন্ধ্যায় ভৈরবের একটি অভিজাত রেস্টুরেন্টে ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ডা. মিজানুর রহমান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। সাধারণ সভায় ভৈরবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার ও বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের শতাধিক ডাক্তার যোগদান করেন।
এ সময় উপস্থিত সবার কণ্ঠভোটে ডা. আব্দুল্লাহ-আল-মারুফ’কে সভাপতি ও ডা. বুলবুল আহম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এই নির্বাচিত কমিটি আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির ঘোষণা করবেন বলে জানা গেছে।
সভাপতি ডা. আব্দুল্লাহ-আল-মারুফ, ভৈরব পৌর শহরের শিশু ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক ডা. বুলবুল আহম্মদ ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
এদিকে আব্দুল্লাহ-আল-মারুফ সভাপতি ও ডা. বুলবুল আহম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।