# নিজস্ব প্রতিবেদক :-
র্যাবের অভিযানে কিশোরগঞ্জে ১৪ হাজার ৮৫০ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় ৫টি মোবাইল আর ১৭ হাজার টাকা। আজ ৬ সেপ্টেম্বর বুধবার সকালে সদর উপজেলার মহিনন্দ চানমারি এলকা থেকে ট্রাকসহ চিনি জব্দ করা হয়। আটক করা হয় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার জাহাঙ্গীর, তাড়াইলের কৌলিগাতি গ্রামের বায়েজিদ ও পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা এলাকার মো. আশরাফকে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়ড্রন লিডার মো. আশরাফুল কবীর জানিয়েছেন, নেত্রকোণা জেলার সীমান্ত এলাকা থেকে এসব চিনি কিশোরগঞ্জে আনা হচ্ছিল। এর আগেও এভাবে অবৈধ পথে চিনি আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।