• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভৈরবের মানিকদীতে বটগাছের মগডালে যুবক! ফায়ার সার্ভিস ৪ ঘণ্টা চেষ্টা করেও নামাতে পারেনি ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে ভৈরবে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে ভৈরব জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর, আহত ১৫ ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া সোনা-রূপা টাকা ছিনতাই থানায় মামলা দায়ের আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য পুরস্কার কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন

ফলোআপ ; রকিবের লাশের সন্ধান দিল কুকুর

# মিলাদ হোসেন অপু :-
রকিবের লাশের সন্ধান দিল কুকুর। নানার বাড়িতে বেড়াতে এসে বাকপ্রতিবন্ধী রকিব পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজতে গেলে কুকুরের শব্দে কিছুটা হতভম্ব হয়। এ সময় ঘটে এক অবাক কাণ্ড। বোবা কুকুর কিছু না বলতে পারলেও পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরাতে থাকে। স্বজনরা আন্দাজ করে প্রতিবন্ধী রকিব পানিতেই পড়েছে। এমন ঘটনার বিবরণ দিলেন রকিবের মামা জাহাঙ্গীর হোসেন। ঘটনাটি ঘটে ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগরের ইসলামপুর গ্রামে। আজ ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় একই উপজেলার আগানগরের লুন্দিয়ার খাল থেকে কিশোরগঞ্জের ডুবুরীদল ভাসমান অবস্থায় রকিবের লাশ উদ্ধার করে। রকিব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রকিব ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শ্রীনগরের ইসলামপুর নানা রশিদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যা সাড়ে ৭টায় খাবার খেয়ে নানার বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার ১০ মিনিট পর আর তাকে খোঁজে পাওয়া পাচ্ছিল না। স্বজনরা এ সময় বাড়ির পাশে খাল পাড়ে অনেক খোঁজাখুঁজি করে। স্বজনরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে সে খালপাড়ের দিক দিয়েই চলাফেরা করছিল। কিন্তু কুকুরের খালের পানিতে কিছু একটা করছে এমন শব্দে ঘটেছে অবাক করার মতন কাণ্ড। এতক্ষণে স্বজনদের বুঝতে বাকী নেই খালেই পড়েছে প্রতিবন্ধী যুবক রকিব।
এ বিষয়ে নিহতের মামা জাহাঙ্গীর মিয়া বলেন, আমার ভাগিনা নিখোঁজ হওয়ার পর রাত ১টা পর্যন্ত খোঁজাখুঁজি করি। পরে আজ মঙ্গলবার সকালে ভৈরব নদী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা কিশোরগঞ্জ থেকে ডুবুরী দল এনে দীর্ঘ ৫ ঘণ্টা খোঁজতে থাকে। সন্ধ্যা ৬টায় জেলেদের মাধ্যমে জানতে পারি লুন্দিয়া ব্রীজের কাছে রকিবের লাশ ভেসে উঠেছে। পরে ডুবুরীদল নিয়ে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। রকিবের লাশ তার পৈত্রিক বাড়ি নবীপুরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব নদী ফায়ার স্টেশন ইনচার্জ নূরুল কবির সরকার বলেন, সকালে খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ডুবুরী এনে দিনভর চেষ্টা চালিয়ে সন্ধ্যায় রকিবের লাশ ভাসমান অবস্থায় লুন্দিয়া থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নদীতে নিখোঁজ হওয়ার কোন খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *