# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে মহিলা গাঁজা ব্যবসায়ী আম্বিয়া আক্তার (৪৩) কে তাড়াইল থানা পুলিশ চার কেজি গাঁজাসহ আটক করেছে। যাহার আনুমানিক মূল্য আশি হাজার টাকা।
তাড়াইল থানা সূত্রে জানা যায় যে, আসামি আম্বিয়া আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট মঙ্গলবার রাতে আসামি আম্বিয়া খাতুনকে দামিহা গ্রামের তার বসত ঘর থেকে আটক করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, প্রাথমিক তদন্তে আসামি আম্বিয়া আক্তার মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।