• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

ভৈরবে মাদক নিয়ে সংঘর্ষ, বাড়ি ঘর ভাংচুর

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মাদক কেনা বেচা নিয়ে সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর করেছে মাদকসেবীরা। ২৯ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কমলপুর আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদকসেবী আলী ও মাদক ব্যবসায়ী আবুল ও সোহেল এর মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশী শাহাদাত হোসেনকে কুপিয়ে জখম করে আলী হোসেন তার সাঙ্গপাঙ্গরা। স্থানীয়রা উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় শাহাদাতকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১২টায় আলীসহ তার সাঙ্গপাঙ্গরা দল বেধে আমলাপাড়ায় ইয়াবা কিনতে আসেন। শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল, সোহেল, লাকী, শামীম, সিজল তাদের কাছে ইয়াবা বিক্রি না করায় হট্টগোল করে আলীসহ তার বাহিনী। এ সময় প্রতিবেশী শাহাদাত হোসেন, আঁখি বেগম ও শিপা বেগম তাদের বাধা দিলে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে আলী ও তার লোকজন। এক পর্যায়ে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বাড়িঘর ভাঙচুর করে তাণ্ডব চালিয়ে জনসাধারণের মাঝে ভীতি সৃষ্টি করে। পরে তারা শাহাদাতকে কুপিয়ে গুরুত্বর আহত করে। আহত শাহাদাতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে আঁখি, রাণী বেগম, শিপা বেগম, ফরহাদ মিয়া জানান, সোহেল, লাকী, শামীম, সিজল, আবুল এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত মাদক বেচাকেনা করে। আর এদিকে আসাদ মিয়ার ঘরে বসে নিয়মিত মাদকসেবীরা মাদক এনে সেবন করে। এতে এলাকাবাসী কথা বললে বা বাধা দিলে তাদেরকে উল্টো মেরে ফেলার হুমকি দেয় ও পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে ভয় দেখায়। মঙ্গলবার এলাকায় এক জোট হয়ে বাধা দিলে মাদকসেবী আলী ও মাদক ব্যবসায়ীরা মিলে এলাকার বাড়ি ঘর ভাঙচুর করে তান্ডব চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ও আমাদেরকে একজনকে কুপিয়ে গুারুত্বর আহত করেছে।
এ বিষয়ে আসাদের মেয়ে সোনিয়া জানান, আমার বাবাকে জিম্মি করে প্রতিদিন মাদকসেবীরা ও মাদক ব্যবসায়ীরা আমাদেরকে ঘরে প্রবেশ করে মাদক সেবন করে। আমি বাধা দিলে আমাকে মারতে আসে। আমার বাবাকে আমরা বাধা দিলেও তারা আমাদের ভয় দেখায়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ভাঙচুরের ঘটনাটি শুনেছি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *