• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

পপি’র এসইপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ জেলার জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশসম্মত টেকসই উদ্যোগে উন্নীতকরণ উপ-প্রকল্প সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাদুকা মালিক সমিতির সাধারণ সম্পাদক সবুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ।
পপি-এসইপি প্রকল্প ব্যবস্থাপক বাবুল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া, পপি’র পরিবেশ কর্মকর্তা মোস্তফা কামাল, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড সদস্য সেন্টু মিয়া, পাদুকা মালিক সমিতির কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন, সুমাইয়া সুজ ফ্যাক্টরী মালিক মো. জিলানী মিয়া, পাদুকা উন্নয়ন ফোরাম সভাপতি লাল মিয়া, পাদুকা বজ্য সংরক্ষণকারী সায়দুল খন্দকার, কেএ সুজ ফ্যাক্টরী মালিক রুস্তম আলী, কাজি সুজ ফ্যাক্টরী মালিক সালা উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এসইপি প্রকল্পের মাধ্যমে পাদুকা ব্যবসা গুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশ সম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ সমূহের সামর্থ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া পরিবেশ ও মানসম্মত পণ্য এবং সেবা উৎপাদনের মাধ্যমে বড় বাজারে প্রবেশাধিকার তৈরিতে সহযোগিতার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *