# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ডিবি পুলিশ ১০০ পিস ইয়াবাসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে ২৭ আগস্ট রোববার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার হাজিরগল এলাকা থেকে মৃত আবুল হাশেমের ছেলে লিটন মিয়াকে এসব ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।