# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক মক্তব শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মেছেরা পশ্চিমপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে ইমাম হোসাইন (৩০)।
জেলা পুলিশের মিডিয়া সেলসহ এলাকাবাসী জানায়, হোসেনপুরের মাধখলা এলাকার শিশুটি ২০ আগস্ট সকালে এলাকার মক্তবে পড়তে যায়। তখন শিক্ষক ইমাম হোসাইন শিশুটিকে বারান্দার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তাকে বিষয়টি কাউকে না বলার ভয় দেখিয়ে ছেড়ে দেন। ২২ আগস্ট মঙ্গলবার শিশুটি আবার পড়তে গেলে ওই শিক্ষক পুনরায় ধর্ষণের চেষ্টা করে এদিনও ভয় দেখিয়ে ছেড়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে মাকে ঘটনা জানায়। ফলে শিশুটির বাবা এদিনই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বিকালে ইমাম হোসাইনকে দক্ষিণ মাধখলা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আজ ২৩ আগস্ট বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে মিডিয়া সেল থেকে জানিয়েছেন এসআই শামীমুল ইসলাম।