কিশোরগঞ্জে অনেক দিন ধরেই করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছিল। মৃত্যুর সংখ্যাও ছিল আশঙ্কাজনক। সুস্থতা ছিল তুলনামূলক কম। এখন আশাব্যঞ্জক হারে সংক্রমণ কমছে, কমছে মৃত্যু, বাড়ছে সুস্থতা। গত ১ আগস্ট একদিনে এযাবত কালের সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিন সুস্থ হয়েছিলেন ৯৩ জন, মৃত্যু হয়েছিল ৫ জনের। আর ২৫ দিনের ব্যবধানে আজ ২৬ আগস্ট করোনা শনাক্ত হয়েছে মাত্র ১৫ জনের, অর্থাৎ ২৭৫ জন কম। আর আজ সুস্থ হয়েছেন ১৪৬ জন। তবে আজ কোন মৃত্যুর তথ্য নেই।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টায় জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩১৬টি নমুনা পরীক্ষায় নতুন রোগিদের ১৫টি নমুনা, পুরনো রোগিদের ৩টি নমুনা, আর অন্য জেলায় আক্রান্ত একজন রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯৭টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদর, পাকুন্দিয়া ও ভৈরবে ৪ জন করে, কটিয়াদীতে ২ জন, আর কুলিয়ারচরে একজন। সুস্থ হয়েছেন হোসেনপুরে ৭৮ জন, সদরে ৩৫ জন, আর ভৈরবে ২৫ জন। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৬২ জন। আর ১ আগস্ট চিকিৎসাধীন ছিলেন ২ হাজার ৫৬৮ জন। অর্থাৎ, একদিনে চিকিৎসাধীন রোগি সংখ্যা কমেছে ৩০৬ জন।