# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্ম নিয়েছে এক বিস্ময়কর বকনা বাছুর। জন্মের দুই দিনের মধ্যেই দিতে শুরু করেছে দুধ। এখন বয়স ১৮ দিন। দৈনিক দুধ দিচ্ছে ৫০০ গ্রাম। স্বাদে গন্ধে প্রকৃত গাভীর দুধের মতই। দুধ খেয়ে জানালেন মালিক হারুন-অর রশিদ ও প্রতিবেশি ওমর ফারুক।
১৯ সেপ্টেম্বর শুক্রবার করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চর করনশি গ্রামে কৃষক হারুন-অর রশিদের বাড়িতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন গ্রামের প্রচুর মানুষ ভিড় করেছেন বিস্ময়কর বাছুরটিকে এক নজর দেখার জন্য। গ্রামের ওমর ফারুক ও সবুজ মিয়া জানালেন, তাঁরা নিজেরাও জীবনে এমন ঘটনা দেখেননি, শোনেনি। বয়স্ক লোকজনও না। কৃষক হারুন-অর রশিদের ভাতিজা তাকবির আহমেদ জানালেন, তিনি ঢাকায় গার্মেন্ট কারখানায় চাকরি করেন। চাচার এরকম বাছুরের খবর শুনে তিনি বৃহস্পতিবার রাতে বাড়ি চলে এসেছেন অবাক করা বাছুরটি দেখার জন্য।
কৃষক হারুন-অর রশিদ জানান, তিনি ২০২৩ সালে তাঁর মামার কাছ থেকে ফ্রিজিয়ান শঙ্কর জাতের গাভীটি ৭৫ হাজার টাকায় কিনেছিলেন। এরপর গ্রামের প্রাণি সম্পদ কর্মী জাহাঙ্গীর আলমের মাধ্যমে কৃত্রিম প্রজনন করান। ১৮ দিন আগে স্বাভাবিক প্রক্রিয়াতেই বকনা বাছুরের জন্ম হয়। এটাই প্রথম বাছুর। দু’দিন পরই তিনি দেখতে পান, বাছুরের ওলানটি বেশ বড়। ওলানের বাঁটগুলোও বেশ বড়। বাঁটের মাথায় দুধের ফোঁটা জমে আছে। এরপর তিনি বাঁটে চাপ দিতেই দুধ বেরিয়ে এসেছে। এর পরই তিনি বেশ খানিকটা দুধ দোহন করেন। কৃষক হারুন-অর রশিদ অবাক হয়ে সবাইকে ডেকে জড়ো করলেন। বাড়ির সবাই এ দৃশ্য দেখে হতবাক। তারা জীবনের প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শত শত মানুষ এই বিস্ময়কর বাছুর দেখতে বাড়িতে ভিড় করতে থাকেন।
হারুন-অর রশিদ দুধ জ্বাল দিয়ে তাঁর মাদ্রাসা পড়ুয়া ছেলে তাহমিদুল ইসলামকে (৬) খেতে দিয়েছেন। নিজে খেয়েছেন, প্রতিবেশি ওমর ফারুকও খেয়েছেন। এদের কাছে স্বাদে-গন্ধে গাভীর স্বাভাবিক দুধের মতই লেগেছে। এখন আধা কেজি দুধ দোহন করা যায়। তবে পশু চিকিৎসকের পরামর্শে দুধ দোহন বন্ধ করে দিয়েছেন। এছাড়া হারুন-অর রশিদ মাতৃ গাভীর দুধও দোহন করছেন না। পুরোটা দুধই বাছুরকে খেতে দিচ্ছেন বলে জানালেন। তিনি এ ঘটনাটিকে একটি সৌভাগ্যের লক্ষণ হিসেবেই মনে করছেন।
এদিকে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটা সাধারণত হরমুন সংক্রান্ত অস্বাভাবিকতার কারণে হয়ে থাকে। ‘প্রোলেকটিক’ হরমুনের মাত্রা বেড়ে গেলে এমনটা হয়ে থাকে। কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। বাছুর আর দুধ দেবে না। তবে এ ধরনের ঘটনা বেশ বিরল বলে তিনি মন্তব্য করেছেন।