• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

বাজিতপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উত্তরাধিকার ফাউন্ডেশন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২২ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উত্তরাধিকার ফাউন্ডেশন।
২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উত্তরাধিকার ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ও উত্তরাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. অজন্তা রাণী সাহা। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সাবেক পরিচালক প্রফেসর ডা. আব্দুস সবুর।
বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নৈতিকতা ও মূল্যবোধে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা তরুণ প্রজন্মকে জ্ঞান, সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে উত্তরাধিকার ফাউন্ডেশনকে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের আওতায় আনার দাবি তোলেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, চাকরিজীবী, প্রাক্তন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচক ডা. অজন্তা রাণী সাহা বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; বরং মানুষকে সত্যিকারের মানুষ বানানোর মাধ্যম। নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই কৃতিত্ব অর্জন সম্ভব।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুস সবুর বলেন, উত্তরাধিকার ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক। ভবিষ্যতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক হয়ে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও যোগ করেন, আজকের সংবর্ধিত শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাদের সাফল্য আমাদের অনুপ্রেরণা, আর উত্তরাধিকার ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থেকে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *