• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

মেডিকেলে চান্স পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েও টাকার যোগাড়ের চিন্তায় মগ্ন দুই পরিবার

# মিলাদ হোসেন অপু :-
চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় রফিকুল ইসলাম মহিলা কলেজের ৭ জন ছাত্রী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। ২২ জানুয়ারি পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজে শিক্ষার্থীসহ অভিভাবকদেরও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ।
মেডিকেলে চান্স পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েও এদের মধ্যে টাকার দুশ্চিন্তায় রয়েছে দুইটি পরিবার। এদিকে শিক্ষার্থী দুজনকেই সহযোগিতা করার কথা ভাবছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি কলেজের সবাই।
সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলো, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী প্রিয়ন্তী, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী তাসনিয়া রহমান ও তাসমিয়া জান্নাত নোভা, পাবনা নীলফামারী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী নুসরাত জাহান শশী, ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী সীমা আক্তার শিমু, নোয়াখালী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী নাদিয়া আক্তার ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী সেতুয়া হোসেন রিয়া।
এদের মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়ার মেয়ে সীমা আক্তার শিমু ও একই উপজেলার রাধানগর ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের মেয়ে নুসরাত জাহান শশী। ভর্তি পরীক্ষায় সীমা আক্তার শিমু পেয়েছে ৭৬ দশমিক ২৫ ও নুসরাত জাহান শশী পেয়েছেন ৭৫ দশমিক ৭৫ নাম্বার। চান্স পেলেও বাকি দিনগুলো খরচ চালিয়ে নেয়ার দুশ্চিন্তা যেন কাটছেই না পরিবারগুলোর।
জানা যায়, একটি হাসপাতালে মার্কেটিং বিভাগের কর্মচারীর মেয়ে নুসরাত জাহান শশী। তার আরো দুই বোন রয়েছে। শিক্ষা ক্ষেত্রে তারা কেউই পিছিয়ে নেই। তিন মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বাবা জিল্লুর রহমানের।
কলেজ হোস্টেলে থেকে লেখা পড়া চালিয়ে যাচ্ছিলেন পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী নুসরাত জাহান শশী।
আর্থিক অনটনের কথা বলতেই যেন উচ্ছ্বসিত শশীর চোখে কোনে পানি জমে এসেছে। এসময় কথা হলে তিনি বলে উঠেন রাতের ঘুম চলে গেছে। দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হতে হবে। কলেজে থাকা অবস্থায় শিক্ষকদের কাছ থেকে নানান ভাবে অনেক সহযোগিতা পেয়েছি। মেডিকেলে চান্স পেলেও ভর্তি ও ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যাওয়ার টাকা জোগাড় নিয়ে খুবই চিন্তিত।
অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী সীমা আক্তার শিমুর বাবা বাদশা মিয়া পেশায় একজন ভ্যানচালক। তার একক আয়েই চলে তাদের সংসার। ইতিমধ্যে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হওয়া শিমু শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী উপজেলা নরসিংদী থেকে ভৈরবের দূরত্ব ২০ কিলোমিটার। প্রতিদিন এই দূরত্ব পাড়ি দিয়েই কলেজে আসতেন শিমু। তার সাফল্যে আনন্দিত শিমু ও তার পরিবার। তবে তাদের দুশ্চিন্তা কীভাবে জোগাড় করবে মেডিকেলে লেখাপড়া চালিয়ে যাওয়ার টাকা। কিন্তু লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা নেই শিমুর পরিবারের।
এ বিষয়ে কথা হলে শিক্ষার্থী শিমু বলেন, ২০ হাজার টাকার প্রয়োজন মেডিকেল কলেজে ভর্তি হতে। তারপর আবার লেখাপড়ার খরচ। এ কারণে আমি চিন্তিত। মানুষের সেবা করতেই আমি পড়া-লেখা চালিয়ে যেতে চাই।
এ বিষয়ে কথা হয় রফিকুল ইসলাম মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ক সহকারী অধ্যাপক সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব এর সাথে। তিনি বলেন, আমাদের কলেজ থেকে এবার সাতজন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এঁদের মধ্যে দুজনের আর্থিক অবস্থা খুবই খারাপ। শিক্ষার্থী শিমুর বাবা ভ্যানচালক। বেতন ছাড়া সে কলেজে পড়েছে। তার বইপত্র আমরা ফ্রি দিয়েছি। শশীর পরিবারেরও আর্থিক অবস্থা তেমন ভালো না। তার বাবাও অনেক কষ্ট করে মেয়েকে পড়াচ্ছে। তাকেও আমরা একইভাবে সহযোগিতা করেছি।
এ বিষয়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ বলেন, আমরা গর্বিত। আমাদের কলেজের মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত রফিকুল ইসলাম মহিলা কলেজ।
শিমু ও শশী আমাদের কলেজের একটি অংশ। আমাদের কলেজে পড়ালেখা করার সময় তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হয়েছে। মেডিকেল কলেজে ভর্তি থেকে শুরু করে পড়া অবস্থায় কলেজের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *