# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও জল তরী এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এর শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী অন্তু বল প্রমুখ।
বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসে এসে উপজেলা পরিষদ চত্বর এলাকায় চোখ জুড়ানো দৃশ্য দেখে মুগ্ধ হয়ে প্রশংসার ফুলঝুরি উঠছে দর্শনার্থীদের মুখে মুখে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এলাকার মানুষ সকাল কিংবা সন্ধ্যায় পায়ে হাটার বা শরীর চর্চার একটি মনোরম দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব স্থান পেলো।