# নিজস্ব প্রতিবেদক :-
“আজকের দিনটি আমাদের, সকল গার্ডিয়ানের। যে সকল শিক্ষক পরম মমতায় আমাদের সন্তানদের সারা বছর যত্ন নেন, সুশিক্ষা দেন, মানুষ করে তোলেন, আমরা অভিভাবক হিসাবে বছরের শেষে আজ তাদের ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। তাই, আমরা যারা ভৈরব উদয়ন স্কুলের নিউটাউন শাখার গার্ডিয়ান আছি, আমরা নিজেরা এই থ্যাংস্ পার্টির আয়োজন করেছি। স্কুলের সকল শিক্ষার্থী এবং গার্ডিয়ানের পক্ষ থেকে এই “থ্যাংস্ গিভিং পার্টি।” গত ১৭ নভেম্বর সোমবার বিকালে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অভিভাবকদের মিলন মেলায় কথায় কথায় এমনটাই বলছিলেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আনহা’র মা- মিসেস্ শায়লা ইসলাম। ৪র্থ শ্রেণির আরেক শিক্ষার্থী সাইফের অভিভাবক ফারজানা রুবাইয়া বলেন, “আমি নিজেও অন্যত্র একটি স্কুলের শিক্ষক। আমি জানি, শিক্ষকতা কতটা মেধা আর শ্রমের পেশা। তাই এটাও জানি, আমার সন্তান এই স্কুলে কতটা চমৎকারভাবে বিকশিত হবার সুযোগ পাচ্ছে। আসলে আমাদের দেশে শিক্ষকদের সম্মান জানানোর আনুষ্ঠানিক চর্চাটা খুবই কম। তাই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সম্মান এবং ধন্যবাদ জানাতে পেরে সবাই আনন্দিত। সকল শিক্ষক ভাল থাকুক। থ্যাংক ইউ টিচার।”
ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখায় গতবছর থেকে এই চর্চা চালু করেছে শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, যা কেবল ভৈরবেই নয়, সমগ্র বাংলাদেশেই খুব একটা দেখা যায় না। স্কুল প্রাঙ্গণে চমৎকার মঞ্চ তৈরি করে বিশাল আকৃতির কেক কাটার মাধ্যমে “থ্যাংকস্ গিভিং পার্টি” উদ্বোধন করা হয়। ছোট্ট সোনামনিদের কিচিরমিচির আর গার্ডিয়ানদের হাস্যোজ্জ¦ল মুখরিত পরিবেশে শুরুতেই সকল শিক্ষককে অভিভাবকগণ ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মারক উপহার প্রদান করেন। গার্ডিয়ানদের পক্ষ থেকে এমন চমৎকার অভিভাদন পেয়ে নিউটাউন শাখার একাডেমিক ইনচার্জ আফসানা মিমি বলেন, “আমরা শিক্ষক হিসাবে সর্বোচ্চ চেষ্টা করি শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিশ্চিত করতে। কেবল চাকরি হিসাবে নয়, কেবল বেতনের জন্য নয়, আমরা শিক্ষকতা করি মন থেকে। ফলে অভিভাবকদের সাথে নিত্য যোগাযোগ ও সখ্যতা তৈরি হয়, যা শিক্ষার্থীর সাবলিলভাবে বেড়ে উঠা নিশ্চিত করে। গার্ডিয়ানদের এমন সুন্দর আয়োজন আমাদের সকল কষ্টকে ভুলিয়ে দেয় এবং ভীষণ সম্মানিত বোধ করি। বাংলাদেশে এমনটা সত্যি বিরল। আমাদের অভিভাবকরা এমনই আন্তরিক। তাদেরকে অনেক ধন্যবাদ।”
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মতিউর রহমান সাগর এবং অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় পৌর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, বিশিষ্ট আবৃত্তিশিল্পী জলি বদন তৈয়বা। এছাড়াও স্কুলের অপর প্রতিষ্ঠাতা সদস্য মানিক চৌধুরি, অভিভাবক প্রতিনিধি ডা. মাহমুদা মুক্তা, অ্যাডভোকেট আরকান আহমেদ, পারুল বেগম, জলি আক্তার, মিলন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। ফারজানা রুবাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সামসাদ ইতি সংগীত পরিবেশন করেন। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে ফাহমিদা সুমি, হাফসা সরকার তৃষা, মনিষা পুঁজাসহ অনেকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। সবশেষে আকর্ষণীয় র্যাফেল-ড্র এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয়ভাবে সকলের কাছে প্রসংশা অর্জন করেছে।