# সোহেলুর রহমান :-
ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিক মিয়া ওরফে মানিক মেম্বার ইন্তেকাল করেছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মানিক মিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা চান্দের চর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা যায়।