# রাজীবুল হাসান :-
ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণির এক পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় শহরবাসীর। অথচ পৌর কর্তৃপক্ষ এই ডিস্টিবিউটরের বিরুদ্ধে কোন পদেক্ষপ গ্রহণ করছেন না। প্রতিদিনই তারা সড়কের মধ্যে পিকআপ, কার্গো ট্রাক, কাভার্টভ্যান রেখে মালামাল লোড-আনলোড করে থাকেন। এ যেন এক মরার উপর খরার ঘা। এমনিতেই ভৈরবে অটোরিকশা ও ইজিবাইকের দৌরাত্ম বেড়ে গেছে। তাঁর উপর আবার পাটোওয়ারী কমপ্লেক্সের এই ডিস্টিবিউটরের প্রতিদিনের রুটিন হয়ে গেছে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড করা।
ভৈরবে সড়ক বন্ধ করে মালবাহী কার্গো ট্রাকের মাল লোড-আনলোডে সৃষ্টি দীর্ঘ যানজট। পরে থানা পুলিশ খবর পেয়ে রেকারের মাধ্যমে সরানো হলো সড়কে কার্গো ট্রাক। গতকাল শনিবার বেলা ১২টায় ভৈরব শহরের পাটোওয়ারী কমপ্লেক্সের সামনের সড়কে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শনিবার সকাল থেকে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে পাটোওয়ারী ডিস্ট্রিবিউসন কোম্পানির মালবাহী একটি কার্গো ট্রাক রেখে মালামাল নামানোর সময়ে সড়কে ট্রাক নষ্ট হয়ে জ্যামের সৃষ্টি হয়। এতে সড়কে এক পাশ বন্ধ হয়ে যায়। এসময় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এছাড়া অভিযোগ রয়েছে প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ডিস্ট্রিবিউটরের মালামাল নামাতে সড়ক বন্ধ করে রাখে। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী পথচারীরা। পরবর্তীতে দীর্ঘ ৩ ঘণ্টা পর ভৈরব শহর ফাঁড়ি থানার পুলিশ এসে একটি রেকারের মাধ্যমে সড়ক থেকে ট্রাকটি সরিয়ে সড়ক স্বাভাবিক করে।
পথচারী আল আমিন বলেন, প্রতিদিনই এই সড়কে সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক বন্ধ করে ট্রাক রেখে পাটোওয়ারী কমপ্লেক্সের মালামাল নামানোর কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শহরবাসীসহ বাহির থেকে আসা পথচারীরা ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা হাজী ইসমাইল বলেন, সড়ক বন্ধ করে ট্রাকের মালামাল নামানোর কারণে সড়কটিতে যানজট সৃষ্টি হয়। এতে লোকজন দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকে। আমি পৌরসভার মিটিংয়ে একাধিকবার জানিয়েছি তবুও এই সমস্যার সমাধান হয়নি।
পাটোওয়ারী কমপ্লেক্সের হল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ট্রাক থেকে মালামাল নামানোর সময় হঠাৎ করে কার্গো ট্রাক ঘুরানোর সময় হেক্সেল ভেঙ্গে যাওয়ার কারণে ৩ ঘণ্টা ধরে সড়কটি বন্ধ ছিলো। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে ভৈরব বাজার ফাঁড়ি থানার উপ-পরিদর্শক এসআই মজনু মিয়া জানান, সকাল থেকে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির কার্গো ট্রাক রেখে মালামাল নামানোর সময়ে সড়কে ট্রাক নষ্ট হয়ে জ্যামের সৃষ্টি হয়। এতে সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। এসময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরবর্তীতে দীর্ঘ ৩ ঘণ্টা পর রেকারের মাধ্যমে সড়ক থেকে ট্রাকটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে।