# এম.আর রুবেল :-
১৬৭, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম নির্বাচনী হলফনামায় তাঁর অস্থাবর ও স্থাবর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৩২ কোটি। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৭১ লক্ষ ১০ হাজার ৫৪ টাকা। বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ১৯ লক্ষ ২৮ হাজার ৫৭২ টাকা। তাঁর বিরুদ্ধে ৭৩টি ফৌজদারি মামলা বিবরণ উল্লেখ্য করা হয়েছে হলফনামায়।
তাঁর স্ত্রী আশুরা আক্তারের নামে অস্থাবর ও স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৩ কোটি। বার্ষিক আয়ের পরিমাণ দেখানো হয়েছে ১০ লক্ষ ৩০ হাজার ২৮০ টাকা। বিপরীতে আয়কর দিয়েছেন তিনি ৫৪ হাজার ৫৪২ টাকা।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দাখিল করা হলফনামা অনুযায়ী মো. শরীফুল আলম ২৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রোপ্রাইটর হিসেবে যুক্ত রয়েছেন। তাঁর ব্যবসার মধ্যে রয়েছে তৈরি পোশাক, আবাসিক হোটেল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট ও শিল্প খাত।
তিনি পঁচা পোল্ট্রি এন্ড ফিডস্ লিমিটেড, লংবীচ হোটেল লিমিটেড, বিডি প্লাস্ট লিমিটেড, প্রেস ফ্যাশন ওয়্যার লিমিটেড ও আলম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড নামক পাঁচটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আলম সোপ ফ্যাক্টরি লিমিটেড, ইউরেশিয়া ফুড প্রসেসিং (বিডি) লিমিটেড ও মেসার্স সাইদৌল্লা (প্রা.) লিমিটেড নামক তিনটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং বেষ্ট টেক্স ফ্যাশন লিমিটেড, বেষ্ট লেদার কোম্পানী লিমিটেড, এনেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, হরিজন সিফুড লিমিটেড, অ্যাডভেঞ্চার আইল্যান্ড লিমিটেড, মাসালা হোল্ডিং লিমিটেড, মাসালা সিম্প লিমিটেড, এসটেক্স হোল্ডিং লিমিটেড, কুইন সিটি ল্যান্ড ডেভেলপার লিমিটেড, প্রিয়জন হোল্ডিং লিমিটেড, ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, বাংলাদেশ সিলিকেট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক ১২টি প্রতিষ্ঠানের পরিচালক। পাশাপাশি তিনি এন.এফ কর্পোরেশন, ভাইভাই প্যাকেজিং, আলম প্রিন্টিং প্রেস, মেসার্স পঁচা বিড়ি ফ্যাক্টরি ও এনএস টাওয়ার নামে পাঁচটি প্রতিষ্ঠানের একক মালিক (প্রোপ্রাইটর) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
হলফনামায় সম্পদ বিবরণ অনুযায়ী মো. শরীফুল আলমের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার, সঞ্চয়পত্র, যানবাহন, স্বর্ণালংকার এবং আগ্নেয়াস্ত্র। এছাড়াও তাঁর স্ত্রী ও দুই সন্তানের নামে নগদ অর্থ ও বিনিয়োগ রয়েছে। তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবসা, চাকরি, বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা থেকে প্রাপ্ত ভাড়া, ব্যাংক আমানত এবং শেয়ার ও সঞ্চয়পত্রের মুনাফার কথা তিনি উল্লেখ করেন। স্ত্রী, দুই সন্তান ও নিজের নামে বার্ষিক আয় দেখানো হয়েছে।
মো. শরীফুল আলমের অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৬৭ লক্ষ ৩৪ হাজার ৩০৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের পরিমাণ (ন্যাশনাল ব্যাংক ও উত্তরা ব্যাংক) ৪১ লক্ষ ৮৬ হাজার ৪১৬ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানীর শেয়ারের পরিমাণ ১ কোটি ২০ লক্ষ ৮৩ হাজার ৩০০ টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টেকারেন্সিতে বিনিয়োগের পরিমাণ ৭৫ লক্ষ ১৪ হাজার ৮৯০ টাকা। বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল অধিগ্রহণমূল্য ২ কোটি ৩০ লক্ষ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর অধিগ্রহণমূল্য ৯৫ হাজার টাকা। আগ্নেয়াস্ত্রেও ক্রয়মূল্য ২ লক্ষ ৪ হাজার টাকা। যার অর্জনকালীন মূল্য ৬ কোটি ৩৮ লক্ষ ১৭ হাজার ৯১১ টাকা। বর্তমান বাজারমূল্য ৭ কোটি টাকা।
তাঁর স্ত্রীর আশুরা আক্তারের নামে অস্থাবর সম্পত্তির পরিমান নগদ অর্থ ১ কোটি ২৯ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের পরিমাণ (ইউবিসি ব্যাংক পিএলসি) ২০ হাজার টাকা। বন্ড, ঋণপত্রে বিনিয়োগের পরমাণ ৮ লক্ষ টাকা। সোনা ও অন্যান্য ধাতুর অধিগ্রহণমূল্য ২০ হাজার টাকা।
যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৫৮ হাজার ৯০০ টাকা। বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। এছাড়াও তাঁর নির্ভরশীলদের নামে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার টাকা।
হলফনামায় সম্পদ বিবরণ অনুযায়ী মো. শরীফুল আলমের স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমির পরিমান ১২২ শতক। অর্জনকালীন মূল্য ৮০ হাজার টাকা। আবাসিক ও বাণিজ্যিক ৪টির অর্জনকালীন মূল্য ৬ কোটি ৬৬ লক্ষ ৪৭ হাজার ৩৩৮ টাকা। বাড়ি/এপার্টমেন্ট ২৩টির অর্জনকালীন মূল্য ৫ কোটি ৫৮ লক্ষ ৯১ হাজার ৯২ টাকা।
তাঁর নামে সর্বমোট স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১২ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৪৩০ টাকা। যার বর্তমান বাজারমূল্য ২৫ কোটি টাকা।
তাঁর স্ত্রীর আশুরা আক্তারের নামে স্থাবর সম্পত্তির পরিমান বাড়ি/এপার্টমেন্ট ১টির অর্জনকালীন মূল্য ৯০ লক্ষ টাকা। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
হলফনামায় মো. শরীফুল আলম তাঁর নিজের নামে ৭১ লক্ষ ১০ হাজার ৫৪ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৯ লক্ষ ২৮ হাজার ৫৭২ টাকা। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ৩৮৪ টাকা।
এছাড়াও তাঁর স্ত্রী আশুরা আক্তারের নামে ১০ লক্ষ ৩০ হাজার ২৮০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৫৪ হাজার ৫৪২ টাকা। সম্পদের পরিমাণ দেখিয়েছেন তিনি ২ কোটি ২৭ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা।
তাঁর কন্যা নানজীবা সিদ্দিকীর নামে ৪ লক্ষ ৭৬ হাজার ৪০০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯ হাজার ৭০৯ টাকা। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার ৬৫০ টাকা।
তাঁর পুত্র ফাইয়াজ সিদ্দিকী শেহরানের নামে ৪ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯ হাজার ৯৯৪ টাকা। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৩৬ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকা।
তিনি আয়ের উৎস হিসেবে এপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয়ের পরিমাণ ৫৬ লক্ষ ১৫ হাজার ৪১২ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় ৫ লক্ষ ৬৯ হাজার ৮২৩ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র,ব্যাংক আমানত থেকে আয়ের পরিমাণ ১ লক্ষ ২৪ হাজার ৮১৯ টাকা। চাকুরি থেকে আয়ের পরিমাণ ৮ লক্ষ টাকা। এছাড়াও নির্ভরশীলদের এপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয়ের পরিমাণ ১৯ লক্ষ ৩৫ হাজার ৫৮০ টাকা হলফনামায় উল্লেখ্য করেছেন।
অপরদিকে, হলফনামায় মো. শরীফুল আলম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রোপ্রাইটর হিসেবে ইসলামি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইডিপিসি ও এবি ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৩১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৮৪০ টাকা ঋণ গ্রহণ করেছেন এবং বক্তিগত দেনা দেখিয়েছেন তিনি ১১ কোটি ৪৭ লক্ষ ৩ হাজার ৪৫৭ টাকা।
উল্লেখ্য, তিনি প্রেস ফ্যাশন ওয়্যার লিমিটেডের নামে ইসলামি ব্যাংক পল্টন শাখা থেকে ৩ কোটি। বেষ্ট টেক্স ফ্যাশন লিমিটেডের নামে ইসলামি ব্যাংক ইসলামপুর শাখা থেকে ২ কোটি ১৫ লক্ষ ২১ হাজার ৪২ টাকা। বেষ্ট লেদার কোম্পানী লিমিটেডের নামে ইসলামি ব্যাংক ইসলামপুর শাখা থেকে ১ কোটি ৪৮ লক্ষ ১৩ হাজার ৮৪৭ টাকা। আপন নিবাসের নামে ট্রাস্ট ব্যাংক মিরপুর ব্রাঞ্চ থেকে ২ কোটি টাকা। লংবীচ হোটেল লিমিটিডের নামে স্ট্যান্ডার্ড ব্যাংক কক্সবাজার শাখা থেকে ৪ কোটি। এনএস টাওয়ারের নামে এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে ৩ কোটি ২ লক্ষ ৩০ হাজার ১৬৮।
গাড়ী লোন, আইডিপিসি, গুলশান এভিনিউ ঢাকা: ১ কোটি ৮০ লক্ষ টাকা। ডেল্টা হেলথ কেয়ার লিমিটেডের নামে এ.বি ব্যাংক গুলশান শাখা থেকে ১৩ কোটি ৬৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ টাকা ঋণ গ্রহণ করেন।
হলফনামায় দেখা যায়, মো. শরীফুল আলম ১ জানুয়ারি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. ছিদ্দিক মিয়া। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি তাঁর স্থায়ী নিবাস। বর্তমানে তিনি ঢাকার উত্তরা মডেল টাউনে বসবাস করছেন। তাঁর স্ত্রী-আশুরা আক্তার একজন গৃহিনী, কন্যা নানজীবা সিদ্দিকী (ছাত্রী) ও পুত্র ফাইয়াজ সিদ্দিকী শেহরান (ছাত্র)। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএ (পাস)। তাঁর বিরুদ্ধে ৭৩টি ফৌজদারি মামলা বিবরণ উল্লেখ্য রয়েছে এ হলফনামায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম।
জানতে চাইলে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।