# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকা নিবাসী ভৈরব বাজারের বিশিষ্ট ওয়ার্কসপ ব্যবসায়ী মরহুম লায়েছ মিয়ার চতুর্থ ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো. শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। ১০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব পৌর শহরের রানী বাজার এলাকায় নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ইকবাল হোসেনের নামাজে জানাজা বাদ আছর রানী বাজার শাহী মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ইকবাল গাজীর অকাল মৃত্যুতে ভৈরবের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে ভৈরব একজন ভদ্র ও মানবিক মানুষকে হারাল।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি ও ভৈরবের বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক সংগঠক মো. শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেনের মৃত্যুতে দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক সোহেল সাশ্রু গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তুপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করে। আল্লাহ তায়ালা যেন মরহুম ইকবাল হোসেনকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন
এছাড়াও তাঁর ভাই মো. শাহনেওয়াজ গাজীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।