# সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফসলের বিস্তীর্ণ মাঠে এখন শোভা পাচ্ছে সোনা রঙের সরিষা ফুল। হলুদ রঙে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। যেদিকে চোখ যায়, যেন হলুদ রঙের ছড়াছড়ি। মাঠজুড়ে হলুদ ঢেউ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শে চাষাবাদ করায় এবার এখানে সরিষার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অন্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম হয়। এতে কম খরচে বেশ লাভবান হন চাষিরা। এজন্য প্রতিবছর এখানে সরিষার আবাদ বাড়ছে। গতবছর এ উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবছর আরও ৫০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি প্রণোদনা হিসেবে উপজেলার নয় শতাধিক কৃষকের প্রত্যেককে এক কেজি করে সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এতে কৃষকেরা সরিষা চাষে উদ্বুদ্ধ হয়ে আবাদ বাড়িয়েছেন। ফসলের মাঠ দেখে মনে হচ্ছে ভালো ফলন হবে। আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ মাঠেই সরিষার আশানুরূপ ফলন হয়েছে। স্বল্পমেয়াদী আবাদি ফসল হওয়ায় সরিষার আবাদ বেড়েছে। যা জেলার ভোজ্যতেলের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পৌর শহরের আনোয়ারখালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় এবার সরিষার আবাদ হয়েছে। ওইসব এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদ রঙের ঢেউ। প্রায় সব জমিতেই ফলন আসতে শুরু করেছে।
সরেজমিনে উপজেলার আনোয়ারখালী, কুমড়ী, কলাদিয়া ও পাটুয়াভাঙা এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ। ফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত। হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে এসব মাঠ। হলুদের সমারোহে অপরূপ সৌন্দর্য বিরাজ করছে এসব এলাকায়। ভ্রমর প্রজাপতি মৌমাছিসহ বিভিন্ন কীটপতঙ্গের গুঞ্জন একে আরও সুশোভিত করে তুলেছে। তুলনামূলক কম সময়ের এবং লাভজনক এ ফসল কৃষকদের অনেকটাই আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে।
উপজেলার কুমড়ী গ্রামের সরিষা চাষি মো. গোলাম মোস্তফা বলেন, ‘এই ফসল আবাদে খরচ খুবই কম। বোরো ধান কাটার পরে প্রায় তিন মাস জমি খালি পড়ে থাকে। এই সময়টুকুতে আমরা সরিষার আবাদ করেছি। ৩৩ শতক জমিতে সরিষার আবাদ করেছি। ভালো ফলন এসেছে। আশা করছি লাভবান হবো।
কলাদিয়া গ্রামের কৃষক রেদোয়ান মিয়া বলেন, ‘সরিষার আবাদ করলে জমির উর্বরতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। এছাড়া আমাদের একটা বাড়তি আয় হয়। স্থানীয় বাজারে সরিষার তেলের ব্যাপক চাহিদা। যে কারণে সরিষার চাষ দিন দিন বাড়ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম বলেন, ‘চলতি মৌসুমে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। জমি ফেলে না রেখে কৃষকেরা সরিষার আবাদ করে ভালো ফলন পেয়েছেন। তারা এবার আশানুরূপ লাভ পাবেন। উৎপাদিত সরিষা থেকে উৎপন্ন তেল স্থানীয় ভোজ্যতেলের চাহিদা পূরণের পাশাপাশি তেলের আমদানি নির্ভরতা কমাবে।’