# মো. আল আমিন টিটু :-
ভৈরবে আলী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের তাতারকান্দি বালুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক দেলুয়ার হোসেন সুজন। এতে সভাপতিত্ব করেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার সোহরাব হোসেন।
খেলায় শহরের তাতারকান্দি নাদু মোল্লা বাড়ি ফুটবল একাদশকে দুই-এক গোলে হারিয়ে মেসি মশার কয়েল ফুটবল একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী দলের হাতে চ্যম্পিয়ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে আলোচনা পর্বে বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ফলে বাড়ছে অপরাধ। তাই, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।