# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ স্মৃতি মনি (২৫) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে পৌর শহরের পঞ্চবটি রেলওয়ে কলোনী (সুইপার কলোনী সংলগ্ন) থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর। আটককৃত মাদককারবারি স্মৃতি মনি পৌর শহরের পঞ্চবটি সুইপার কলোনী সংলগ্ন এলাকার মো. মাসুম মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রেলওয়ে সুইপার কলোনী সংলগ্ন এলাকায় স্মৃতি মনির একটি ভাড়াকৃত সেমিপাকা পূর্ব দুয়ারী বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ স্মৃতি মনিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, স্মৃতি মনি চিহ্নিত মাদককারবারি। তার নামে ভৈরব থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। স্মৃতি মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের কর্মকর্তারা বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করেছেন।