# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিশেষ অভিযানে বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২০ অক্টোবর সোমবার রাত ১১টায় পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১টায় একটি সাদা মাইক্রোবাসসহ ড্রাইভার ও তাঁর সহযোগীকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতর অভিনব কায়দায় রাখা বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।
আটককৃতরা হলেন, সিলেটের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এর সাচনা নতুন পারা এলাকার গৌরাঙ্গ বর্মণ এর ছেলে রতন বর্মন (২৬) ও একই এলাকার নবয়ামত আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।
র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১টায় একটি সাদা মাইক্রোবাসকে সিগন্যাল দিলে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। র্যাবের কঠোর সতর্কতায় তারা পালাতে পারেনি। পরে র্যাব মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮শ পিছ ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, অবৈধ চোরাচালান রোধে ও মাদক উদ্ধারে ভৈরব র্যাব ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আটককৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন যাবত আখাউড়া সীমান্ত এলাকা ও সিলেট সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করছে। মাদক ব্যবসায়ীরা ইয়াবা সিলেট থেকে নিয়ে এসে ঢাকায় যাচ্ছিল। আটককৃতদের প্রয়োজনীয় ব্যবস্থা শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।