• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

ভৈরবে মহাসড়কের পাশেই চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে বাণিজ্য মেলার আদলে চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আমলাপাড়া মোড় সংলগ্ন বালুর মাঠে শিশু বিনোদন কেন্দ্র নামে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু এ মেলার নেই কোনো প্রশাসনিক অনুমোদন। এছাড়া মহাসড়কের পাশে মেলা বসানোয় যানজট ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, শিশু বিনোদন কেন্দ্র নাম হলেও এটি মূলত বাণিজ্য মেলা। বিশেষ কয়েকটি রাইড ছাড়া শিশুদের মেধা বিকাশের প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। মেলাটিতে বেশি প্রাধান্য পেয়েছে কেনাকাটা আর খাবারের দোকান। বিকাল হতেই উপচে পড়ছে দর্শনাথী শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষসহ বয়স্করাও।
কিন্তু মেলাটি মহাসড়কের পাশে হওয়ায় যে কোন সময় অনাকাঙ্খিত দুর্ঘটনার আশংকাও করছে দর্শনার্থীসহ স্থানীয়রা।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী শাহাআলম জানান, শিশু বিনোদন কেন্দ্র হওয়ায় শিশুদের নিয়ে ঘুরতে এসেছি। কিন্তু মেলাটি দেখে মনে হচ্ছে এটি শিশু বিনোদন মেলা না বাণিজ্য মেলা হয়ে গেছে। শিশুদের রাইডের চেয়ে কসমেটিক, খাবারের দোকানসহ অন্যান্য দোকান বেশি ভরে গেছে।
আরেক দর্শনার্থী পারভেজ জানান, এমন একটি শিশু বিনোদন মেলা মহাসড়কের পাশে বিষয়টি দুঃখজনক। মেলার প্রবেশদ্বারে প্রতিনিয়ত ট্রাক আর বাস চলাচল করে। রাস্তা পারাপারের জন্য নেই কোনো সিকিউরিটির ব্যবস্থা। এখানে মেলা বসানোটা ঝুঁকি হয়ে গেছে।
এদিকে ভৈরব বাজারের ব্যবসায়ীরা বলছেন, আমরা দোকান ভাড়া নিয়ে মোটা অংকের পুঁজি খাটিয়ে এবং সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে সম্পূর্ণ বৈধভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছি। মেলার কারণে আমরা ব্যবসায়ীরা লোকসানে পড়ছি। মেলাতে যেসব পণ্য বিক্রি হচ্ছে তা খুবই নিম্নমানের। ফলে ক্রেতারা না বুঝে শুনে ওইসব নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছে। ওইসব পণ্যের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ।
অন্যদিকে মেলার দোকানীরা বলেন, মেলায় আমাদের খরচ কম তাই কম দামে পণ্য বিক্রি করতে পারছি। মেলায় পণ্যের দাম অনেকটা কম হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি। দিন দিন আমাদের বেচা বিক্রি বেড়েই চলেছে।
এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক তানভীর আহমেদ বলেন, শিশু বিনোদন নামে অনুমোদনহীন যে বাণিজ্য মেলা চালু হয়েছে এতে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ এসব জিনিস ক্রয় করে প্রতারিত হচ্ছে। পাশাপাশি আমাদের ভৈরব বাজারের ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করছে তারাও লোকসানে পড়বে। অবৈধভাবে শিশু বিনোদন কেন্দ্র নামে কিভাবে এ বাণিজ্য মেলা চলে এটি দেখে আমরাও হতবাক। তাই আমি বাজারের একজন সাধারণ ব্যবসায়ী ও চেম্বারের পরিচালক হিসেবে এই অবৈধ মেলা বন্ধে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।
এদিকে শিশু বিনোদন কেন্দ্রটির পরিচালক নবী হোসেন বলেন, শিশু বিনোদন কেন্দ্রের জায়গাটিতে একটি পার্ক হবে। ওই পার্কটি জমজমাট করার জন্য এখানে মাস ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, মেলাটি জিসান ভাই এনেছেন হয়তো অনুমতির বিষয়টি তিনি ইউএনও স্যার এর সাথে কথা বলেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন,
মহাসড়কের পাশে ব্যক্তি মালিকানা জায়গায় যে শিশু বিনোদন কেন্দ্রটি হয়েছে, সেটি আমার কাছে মেলা হিসেবে উপস্থাপিত হয়নি। যদি এটি মেলা হয়ে থাকে আর এই ধরণের কোনো সুনির্দিষ্ট লিখিত বক্তব্য কারো কাছ থেকে আসে তাহলে আমরা সরেজমিনে তদন্ত করে সেটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *