• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ বাজিতপুরে নারীর অধিকার ও ক্ষমতায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

ভৈরবে গোয়াল ঘরের তালা কেটে এক রাতে চুরি ৫ গরু

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় তিন কৃষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি হয়েছে। ২০ অক্টোবর সোমবার রাত ৩টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ দক্ষিণপাড়ার সুবেদ আলী ঘাটে এই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া গ্রামের মুর্শেদ মিয়ার গোয়াল ঘর থেকে দুটি ক্রস অস্ট্রেলিয়ান জাতের গাভী ও একটি বড় বাছুর, পার্শ¦বর্তী বাড়ির রুবেল মিয়ার গোয়াল ঘর থেকে একটি গাভী ও আসমত আলীর গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরুসহ মোট ৫টি গরু চুরি হয়। গোয়াল ঘরগুলো আধাপাকা ও টিনের দরজায় তালা দেওয়া সত্বেও তালা কেটে চোরেরা গরু নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক দাম ১০ লক্ষ টাকা।
এদিন রাতে টের পেয়ে কৃষকরা ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তাদের গরু নেই। তাৎক্ষণিক এলাকার লোকজন চোরের দলকে ধরতে বের হয় কিন্তু চোরের সন্ধান পায়নি। এছাড়া একই গ্রামে এর আগে গত সেপ্টেম্বর মাসে আরো ৩ কৃষকের গোয়াল ঘর থেকে আরো ৫টি গরু চুরির ঘটনা ঘটে। এক মাসের ব্যবধানে একই গ্রামের একই এলাকা থেকে মোট কৃষকের ১০টি গরু চুরি হয়। এই নিয়ে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক মুর্শেদ মিয়া বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার তিনটি গরু চুরি করে নিয়ে যায়। ৬ লক্ষ টাকার তিনটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। তার ধারণা এলাকার কিছু অসৎ লোক এই চুরির সাথে জড়িত রয়েছে। তা না হলে এক রাতে এক সাথে একই পাড়ার ৫টি গরু গোয়াল ঘরের তালা ভেঙে নিয়ে যাওয়া সম্ভব না।
কৃষক আসমত আলী ও মিজান মিয়া বলেন, রাতে ঘুমানোর আগে গোয়াল ঘরে গরুগুলো দেখে গেছি আছে। পরে বিদ্যুৎ চলে গেলে ঘর থেকে বের হলে দেখি পাশের বাড়িতে চিৎকার চেচামেচি চলছে। পরে শুনি গরু চুরি হয়ছে। তখন আমাদের গরুগুলো দেখতে গোয়াল ঘরে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা ছিলো আমাদের গরুগুলো ছিলো না। তখন সবাই মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নদীর তীরে যায়। ওইখানে তখন কয়েকজন জেলে মাছ ধরছিলো তখন তাদের জিজ্ঞেসা করলে তারা জানান নদী দিয়ে নৌকায় করে কয়েকটি গরুর নিয়ে যেতে দেখেছে। কিন্তু গরু নেওয়ার সময় চোর চক্রের সদস্যরা জেলেদের হুমকি দিয়েছে তারা চিৎকার করলে তাদের মেরে ফেলবে। এই ভয়ে জেলেরা চিৎকার বা বাধা দেইনি। পরে চোর চক্র নৌকায় করে গরু নিয়ে চলে যায় বলে জানান জেলেরা।
কালিকাপ্রসাদ গ্রামের স্থানীয় বাসিন্দা সোহান খান বলেন, সম্প্রতি সময়ে এই গ্রামে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটছে। সোমবার রাতে ৫টি গরু চুরি হয়েছে। পরে আরো খবর নিয়ে দেখি গত মাসেও একই এলাকা থেকে আরো ৫টি গরু চুরি হয়েছে। এক মাসের ব্যবধানে একই এলাকা থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই গরু চুরির জন্য অনেক কৃষক গরু পালন করা ছেড়ে দিবে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানাই যেন এই চোর চক্রের সদস্যরা দ্রুত গ্রেপ্তার হয়।
কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, আমাদের কালিকাপ্রসাদ গ্রামে বর্তমান সময়ে
গরু চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গরিব কৃষকদের গোয়াল থেকে যখন গরুগুলো নিয়ে যায় তখন তাঁরা নিঃস্ব হয়ে যায়। আমি প্রশাসনকে অনুরোধ করবো তাঁরা যেন তাদের প্রশাসনিক ব্যবস্থাটা বাড়ায়। এর পাশাপাশি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করবো।
ভৈরব নৌ-ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, কালিকাপ্রসাদ গ্রাম থেকে রাতে কৃষকের ৫টি গরু চুরির ঘটনায় আমার কাছে ফোন আসলে আমি রাতেই সাথে সাথে নদীতে টহল টিম পাঠাই এবং আমি নিজেও কাজ করি। এসময় নদী পথের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে ভুক্তভোগীরা আমরা কাছে এখনো লিখিত কোন অভিযোগ করেনি। যদি করে তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *